এম এস ইসলাম, বর্ধমান, আপনজন: ভগৎ সিং-এর সঙ্গী হিসেবে গোটা দেশে বীর বিপ্লবী বটুকেশ্বর দত্তের নাম সম্মানের সঙ্গে উচ্চারিত হলেও, খোদ পশ্চিমবঙ্গে তার জন্মভূমি রাজ্যে অনেকেই তাঁর নাম জানেন না। বিহার সরকারের উদ্যোগে পাটনায় বিহার বিধানসভার সম্মুখভাগে বটুকেশ্বর দত্তের পূর্ণ অবয়ব মূর্তি স্থাপন করা হয়েছে। তাঁর স্মৃতিকে অমলিন রাখতে সেখানে একটি পার্ক ও গবেষণাগার তৈরি করে তাঁকে প্রকৃত সম্মান জানানো হয়েছে।
বটুকেশ্বর দত্ত একসময় বিহার বিধান পরিষদের সদস্য ছিলেন। স্বাধীনতার চেতনার প্রতীক হিসেবে তাঁর স্মৃতি রক্ষার্থে ২০১৯ সালে বিহার বিধান পরিষদ ‘স্বাধীনতার স্বতন্ত্র সেনানি বটুকেশ্বর দত্ত পার্ক’ তৈরি করে এবং সেখানে পূর্ণাবয়ব মূর্তি প্রতিস্থাপন করে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সভাপতিত্ব করেন বিধান পরিষদের কার্যনির্বাহী সভাপতি হারুন রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৎকালীন উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি, অধ্যক্ষ বিজয় কুমার চৌধুরী এবং বিনোদ কুমার।
বটুকেশ্বর দত্ত জীবদ্দশায় আক্ষেপ করেছিলেন যে, তিনি স্বাধীনতার জন্য যে আত্মত্যাগ করেছেন, সেই মর্যাদা তিনি পাননি। তাঁর কন্যা ভারতী দত্ত বাগচী জানান, মৃত্যুর পর তাঁর বাবা সেই উপযুক্ত সম্মান লাভ করেছেন। স্বাধীনতার পর তাঁর মৃতদেহ জাতীয় পতাকায় মুড়ে সেনাবাহিনীর বিমানে করে তাঁর জন্মভিটা খণ্ডঘোষের ওয়ারী গ্রামের আকাশে পরিভ্রমণ করানো হয়। পরে পাঞ্জাবের ফিরোজপুরের হুসনি ওয়ালায় বন্ধু ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের পাশে তাঁর সমাধি তৈরি হয়। ভারতী দত্ত আরও জানান, পশ্চিমবঙ্গে বহুদিন পর্যন্ত তাঁর বাবার প্রতি সেই পর্যাপ্ত সম্মান জানানো হয়নি। যে সম্মান প্রদর্শন করেছিল পাঞ্জাব ও বিহার সরকার। বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে বিপ্লবীর জন্মভিটা পূর্ব বর্ধমানের খন্ডঘোষের ওয়ারী গ্রামে ১ কোটি টাকা ব্যয়ে একটি মিউজিয়াম তৈরি করে দেয়া হচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct