নিজস্ব প্রতিবেদক, বসিরহাট, আপনজন: সুন্দরবনে সু- স্বাস্থ্য কেন্দ্র আছে। চিকিৎসক নেই। হাসপাতাল চত্বরে গরু ছাগলের বাস । প্লাকার্ড- ফেস্টুন নিয়ে বিক্ষোভ, প্রতিবাদ।একজন কম্পাউন্ডারি ভরসা প্রান্তিক মানুষের । চিকিৎসকের দাবিতে প্রতিবাদ।উত্তর ২৪ পরগনা বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের তিন নম্বর সাহেবখালি স্বাস্থ্য কেন্দ্রে বেহাল দশা ইলেকট্রিক আছে জল আছে নেই কোন ডাক্তার। ডাক্তারের অভাবে বহু গ্রামের মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে তার পাশাপাশি এই স্বাস্থ্য কেন্দ্র যেন গরু ছাগলের ঘর হয়ে দাঁড়িয়েছে ডাক্তারের চাই তার দাবিতে এলাকার মানুষ তারা বিক্ষোভ দেখায়। প্লাকার্ড হাতে নিয়ে এর আগে অভিযোগ জানিয়েছিল একাধিক জায়গায় তবুও তার কোন সুরাহা হয়নি, কবেই স্বাস্থ্য কেন্দ্র ডাক্তার আসবে সেই আলোর আশায় দেখছে ৩ নম্বর সাহেবখালির মানুষ স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন বহু রুগী এখান থেকে নদী পথ পেরিয়ে বসিরহাটের উদ্দেশ্যে নিয়ে যেতে গেলেই পথেই মারা যান। বিশেষ করে প্রসূতি মারা এই দুর্ঘটনার কবলে পড়ে তাদের অভিযোগ হাসপাতালে একজন কমপাউন্ডারি তিনি চিকিৎসা করেন ওষুধ দেন তাই আজকে আমরা বাধ্য হয়ে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাচ্ছি সপ্তায় সাত দিন যাতে চিকিৎসক থাকে তার ব্যবস্থা করুক প্রশাসন। না হলে বৃহত্তর আন্দোলন করব।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct