নকিব উদ্দিন গাজী, কুলপি, আপনজন: ব্যাংকের মধ্যে থাকে টাকা তুলে বেড়ানোর পথে ৫০ হাজার টাকা ছিনতানের ঘটনা,চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা কুলপি থানার অন্তর্গত নিশ্চিন্তপুর একটি রাষ্ট্রআয়ত্ত ব্যাংকে।স্থানীয় সূত্রে জানা যায় কুলপীর বেলপুকুর অঞ্চলের গাজীপাড়া এলাকার বাসিন্দা জেনাহারা বিবি শুক্রবার দিন সকাল বেলা নিশ্চিন্তপুরের এলাকায় একটি ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা তোলেন এরপরে ব্যাংকের মধ্যে বসে সেই টাকা গুনছিলেন তিনি ,তখনই পাশে বসে থাকা এক যুবক সুযোগ পে সেই টাকা নিয়ে চম্পট দেয়। আর এই ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ব্যাংকের মধ্যে। ব্যাংকের সিসিটিভি ফুটেছে অভিযুক্তার ছবি ধরা পড়লেও তৎক্ষণাৎ টাকা নিয়ে পালায় অভিযুক্ত। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুলপি থানার পুলিশ।এই বিষয়ে কুলপি থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানা যায়। অন্যদিকে দিনে দিনের আলোতে এইভাবে ব্যাংকের মধ্যে থেকে টাকা ছিনতাই এর ঘটনা ব্যাংকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ওই ব্যাংকের ম্যানেজার তিনি বলেন ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে ওই ব্যক্তির টাকা নেওয়ার পরে এই ঘটনা ঘটেছে নিরাপত্তা রক্ষী এই ব্যাংকের নেই বলে তিনি স্বীকারও করেন পাশাপাশি তিনি পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন তবে ব্যাংকের মধ্যে এমন ঘটনা ঘটলো কিভাবে ব্যাংকের গ্রাহক থেকে স্থানীয় পঞ্চায়েত সদস্য আতঙ্কিত এভাবে টাকা ছিনতায়ের ঘটনা কে কেন্দ্র করে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct