নিজস্ব প্রতিবেদক, হুগলি, আপনজন: হুগলি জেলার খানাকুলের মাইনান গ্রামে কয়েক দশক সংখ্যালগুদের শিক্ষার প্রসারে বিশেষ ভূমিকা নিয়ে চলেছে নাবাবীয়া মিশন। মিশন সম্পাদক সেখ সাহিদ আকবরের হাত ধরে নাবাবীয়া মিশনে এখন প্রথম শ্রেণি থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশুনা হয়। রবিবার ছিল নাবাবীয়া মিশনের তৃতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা। সাম্প্রতিক বন্যায় জলমগ্ন থাকা নাবাবীয়া মিশন যখন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে সেই সময় এই প্রবেশিকা পরীক্ষা হলেও পরীক্ষার্থীদের ভালই সাড়া মিলেছে বলে জানান সাহিদ আকবর। তিনি আরও বলেন, বহু পরীক্ষার্থী বন্যা বিধ্বস্ত এলাকার বাসিন্দা হওয়ায় অনেকে এই দুের্যাগপূর্ণ পরিবেশে প্রবেশিকা পরীক্ষায় অংশ নিতে পারেনি। তাই তাদের অভিভাবকদের তরফে পুনরায় একটা প্রবেশিকা পরীক্ষা নেওয়ার অনুরোধ জানানো হয়। সেই অনুরোধ মেনে আগামী ৩ নভেম্বর একটি প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে বলে জানান নাবাবীয়া মিশনের সম্পাদক সাহিদ আকবর।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct