আপনজন ডেস্ক: ইসরাইল যদি ইরানে প্রতিশোধমূলক হামলা চালায়, তবে ইরান তাদের শক্তি ও গ্যাস কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করবে বলে জানিয়েছেন দেশটির ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ডসের (আইআরজিসি) উপ-কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি। শুক্রবার এক বার্তায় তিনি এমনটাই ঘোষণা করেন বলে জানিয়েছে মেহের নিউজ এজেন্সি।
ইরানি কমান্ডার বলেন, যদি ইরান হামলার শিকার হয়, তাহলে আমরা ইসরাইলের শক্তির উৎস, স্থাপনা, এবং রিফাইনারি ও গ্যাস ক্ষেত্রগুলোকে লক্ষ্যবস্তু করতে বাধ্য হবো। ফাদাভি আরো যোগ করেন, দখলদাররা যদি এমন একটি ভুল করে, তাহলে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া হবে কঠোর ও কার্যকর। তার এ মন্তব্য ইরানের পক্ষ থেকে একটি সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে, যা নির্দেশ করে যে, ইসরাইলের হামলার ক্ষেত্রে তীব্র প্রতিক্রিয়া জানানো হবে। বিশেষ করে এই প্রেক্ষাপটে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে।
বিবৃতিটি ইরানের সরকারের সামরিক কৌশল ও প্রতিরক্ষা প্রস্তুতির প্রতিফলন, যা ইসরাইলের সঙ্গে দীর্ঘকালীন সংঘাতের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct