আপনজন ডেস্ক: সোমবার ছিল দেশের ১৮তম লোকসভার সাংসদদের শপথ গ্রহণের দিন।
প্রথমদিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ ১৮০ জন সাংসদ শপথ গ্রহণ করেন। মঙ্গলবার শপথ নিলেন বাকিরা। আর, এই শপথ গ্রহণের সময়ই জয় প্যালেস্তাইন, জয় হিন্দু রাষ্ট্র, জয় সংবিধান, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব প্রভৃতি বিভিন্ন ধরনের স্লোগান উঠল।
প্রথমে হইচই শুরু হয় হায়দরাবাদ থেকে পঞ্চম মেয়াদে নির্বাচিত এআইমিম নেতা আসাদউদ্দিন ওয়াইসির শপথ গ্রহণের সময়। উর্দুতে শপথ নেন তিনি। তার বক্তব্যের শুরু তিনি আরবিতে বলেন, ‘নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। আম্বা বাদ।’ যার অর্থ, আমরা আল্লাহর প্রশংসা করছি এবং আমরা শান্তি প্রেরণ করছি রাসূল মুহাম্মাদ সা-এর উপর। অতঃপর, তারপর।
শপথ গ্রহণ পাঠের শেষে ওয়াসি বলেন, ‘জয় ভীম, জয় মিম, জয় তেলঙ্গানা, জয় প্যালেস্টাইন’। সেই সময় অধিবেশনের সভাপতিত্ব করছিলেন রাধা মোহন সিং। তিনি আশ্বাস দেন, আনুষ্ঠানিক শপথবাক্যের বাইরে কোনও মন্তব্যই রেকর্ড করা হবে না। হই-হট্টগোল তাতে থামেনি। শেষে, প্রোটেম স্পিকার ভর্তৃহরি মাহতাব ফের একই কথা বলেন। তাতে শান্ত হয় কক্ষ। পরে সংসদের বাইরে, ওয়াইসি বলেন, অন্যান্য সদস্যরাও বিভিন্ন কথা বলছেন। আমার বক্তব্য আমি বলেছি। এটা কোথায় ভুল? সংবিধানে কোথায় নিষেধ রয়েছে? অন্যরা যা বলেছে তাও শুনে দেখুন। পড়ে দেখুন, প্যালেস্তাইন নিয়ে মহাত্মা গান্ধী কী বলেছেন।
অন্যদিকে, বিরোধী বেঞ্চে আপত্তি ওঠে বিজেপির ছত্রপল সিং গাংওয়ারের শপথ গ্রহণ নিয়ে। বেরিলির নবনির্বাচিত সাংসদ শপথবাক্য পাঠের পর স্লোগান দেন, ‘জয় হিন্দু রাষ্ট্র, জয় ভারত’ বলে। তবে, এই নিয়ম এদিন প্রায় কেউই মেনে চলেননি। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের মতো, বিরোধী শিবিরের অনেকেই সংবিধানের অনুলিপি হাতে নিয়ে শপথ গ্রহণ করেন। রায়বরেলীর সাংসদ রাহুল গান্ধি তার শপথবাক্য পাঠ শেষ করেন, ‘জয় হিন্দ, জয় সংবিধান’ বলে।
অন্যদিকে, বিজেপি নেত্রী তথা মথুরার সাংসদ হেমা মালিনী শপথবাক্য পাঠ শুরু করেন ‘রাধে রাধে’ বলে। আর শেষ করেন ‘জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাধারমনজি, জয় ভারত মাতা কি’ বলে। গোরখপুরের বিজেপি সাংসদ রবি কিষাণ শপথ শেষ করেন ‘হর হর মহাদেব, জয় ভোলেনাথ’ স্লোগানে। মীরাটের বিজেপি সাংসদ অরুণ গোভিল শপথ নেন সংস্কৃতে এবং শপথ শেষ করেন ‘জয় শ্রীরাম, জয় ভারত’ বলে।
বাংলা থেকে নির্বাচিত সাংসদদের অনেকেই অবশ্য বাংলার পরিবর্তে ইংরেজিতে শপথ নেন।
মতুয়া সম্প্রদায়ের নেতা শন্তনু শপথবাক্য পাঠ শুরু করেছিলেন মতুয়া সম্প্রদায়ের দুই ধর্মগুরু, হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের নামে জয়ধ্বনি দিয়ে।
সৌগত রায়, জুন মালিয়া, সাজদা আহমেদ,প্রতিমা মণ্ডল শপথবাক্য পাঠ করেছেন ইংরেজিতে। সাজদা আহমেদ, আবু তাহের খানে শপথ নিয়েছেন ‘আল্লার নামে’।
গুজরাতি ইউসুফ পাঠান হিন্দিতে শপথ নিয়ে শেষে বলেছেন, ‘‘জয় বাংলা, জয় গুজরাত।’’
তৃণমূল সাংসদ তথা বিহারের মিথিলার সন্তান কীর্তি আজাদ বলেছেন, ‘‘জয় বাংলা, জয় মিথিলা, জয় ভারত।’’ঝাড়গ্রামের কালীপদ সোরেন অবশ্য সাঁওতালি ভাষায় শপথবাক্য পাঠ করেছেন। তৃণমূল সাংদদের প্রায় প্রত্যেকেই শপথ শেষ করেছেন মমতা এবং অভিষেকের নামে জয়ধ্বনি দিয়ে। সঙ্গে ‘জয় বাংলা’ স্লোগান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct