হাসান সেখ, বহরমপুর, আপনজন: গত ২২শে মে মহামান্য কলকাতা হাইকোর্ট ২০১০ সালের পর সমস্ত ও বি সি সার্টিফিকেট বাতিল করেছে। এই রায়ের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ স্বাধীকার রক্ষা মঞ্চের আহবানে ,বহরমপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের মোড়ে একটি প্রতিবাদী পথসভার আয়োজন করা হয়।এই পথসভা মূলত আয়োজন করা হয়েছিল, সহনাগরিকদের মধ্যে ওবিসি কি,এবং কোন সামাজিক প্রেক্ষাপটে তৎকালীন ভারত সরকার (সাচার কমিটির সুপারিশের ভিত্তিতে ওবিসি সম্প্রদায় ভুক্ত পিছিয়ে পড়া মানুষের জন্য) সংরক্ষণ ব্যবস্থা আইন করে চালু করেছিল। এর প্রেক্ষিতে, তৎকালীন বাম সরকার ওবিসি(এ) সম্প্রদায় ভুক্ত পিছিয়ে পড়া মানুষের জন্য ১০% অতিরিক্ত সংরক্ষণ চালু করেছিল। কিন্তু ২০১১ সালে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় এসে, এই সংরক্ষণের সঠিক বাস্তবায়নে এগিয়ে আসে। কলকাতা হাইকোর্টের এই রায় পক্ষপাতপুষ্ট এবং বিভেদমূলক বলে অবিযোগ তোলা হয় এই পথসভায় । বক্তব্য রাখেন মঞ্চের সভাপতি ডাক্তার, মীর হাসনাত আলি, মিলন মালাকার, তায়েদুল ইসলাম, প্রবীণ সংবাদিক অনল আবেদিন, ডাক্তার এম আর ফিজা, হাসিবুর রহমান, উমারাই সেন, সুফিয়া পারভিন বেগম । গণসঙ্গীত পরিবেশন করেন অঞ্জন প্রামাণিক,এবং বিকাশ সাহা। মঞ্চের পক্ষ থেকে পথ চলতি মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। উপস্থিত বক্ততারা সকলেই আশা ব্যক্ত করেন নিশ্চয় মহামান্য সুপ্রিম কোর্টে এই রায় পুর্বিবেচনা করবে। মঞ্চ ভবিষ্যতে এই রায় পুর্বিবেচনা না হলে বৃহৎ আন্দোলনে যাওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করে এই পথসভায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct