সুরজীৎ আদক, উলুবেড়িয়া, আপনজন: মঙ্গলবার উলুবেড়িয়ার লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের মনোনিত প্রার্থী সাজদা আহমেদ-এর সমর্থনে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের পাঁচটি অঞ্চলে ভোট প্রচারে বেরোন রাজ্যের পূর্ত, জনস্বাস্থ্য ও কারিগরী মন্ত্রী পুলক রায়। এদিন বিকেল ৪টেয় হাটগাছা-১ অঞ্চলের ললিতাগোড়ী মোড় থেকে প্রার্থী সাজদা আহমেদ-কে সঙ্গে নিয়ে হুড খোলা গাড়িতে চেপে এদিনের প্রচার শুরু করেন মন্ত্রী পুলক রায়।এরপর হাটগাছা-২ নং অঞ্চলের বোয়ালিয়া,তপনা অঞ্চলের সমরুক হাট হয়ে বহিরা এবং কালীনগর অঞ্চলের একাধিক এলাকায় উলুবেড়িয়া লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাজদা আহমেদ-এর সমর্থনে প্রচার ও জনসংযোগ সারলেন রাজ্যের মন্ত্রী তথা উলুবেড়িয়া লোকসভা তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান পুলক রায়। মন্ত্রী জানান,উলুবেড়িয়া লোকসভা আসনে আমাদের প্রার্থী সাজদা আহমেদ যেভাবে মানুষের সাড়া পাচ্ছেন,তা থেকে আমরা বলতে পারি আমাদের প্রার্থী দু’লাখেরও বেশি ভোটে যে জয়লাভ করবে এ বিষয়ে কোন সন্দেহ নেই। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস,উলুবেড়িয়া-১নং পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক,পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আজিজুল ইসলাম মোল্লা,হাওড়া গ্রামীণ জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ ব্যানার্জি,গ্রামীণ জেলার মহিলা সভানেত্রী কাকলী সিংহ,উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সেলিম মোল্লা প্রমুখ।প্রচার গাড়ির সাথে প্রতিটি অঞ্চল থেকেই কয়েকশো বাইক র্যালিতে ছিলেন কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকেরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct