এম মেহেদী সানি, স্বরূপনগর, আপনজন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই ১০০ দিনের কাজের পাওনা টাকা জবকার্ড হোল্ডারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে । এ টাকা যে রাজ্য সরকারই মেটাল তা জানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি শুভেচ্ছাবার্তা দেওয়া হচ্ছে উপভোক্তাদের । উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর পঞ্চায়েত সমিতির অন্তর্গত তেপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার উপভোক্তারা সেই শুভেচ্ছা বার্তা পেয়ে কার্যত উচ্ছ্বাসে মাতলেন। তেপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সঙ্গীতা কর কুন্ডু জানান, ‘গ্রাম পঞ্চায়েত এলাকার ৬৪৩ জন জব কার্ড গ্রাহকের মোট বকেয়া টাকার পরিমাণ ছিল ২৯ লক্ষ ১০ হাজার ৬২৯ টাকা। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকদের প্রাপ্য মজুরি মিটিয়ে দিয়ে নজির গড়লেন।’ টাকা পেয়ে তেপুল গ্রামের অধীর চন্দ্র দাস, বাবুরালি সরদার, কনক ঘোষরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানান। শুভেচ্ছা পত্র প্রদান করতে উপস্থিত ছিলেন স্বরূপনগর পঞ্চায়েত সমিতি সহ-সভাপতি নারায়ণ চন্দ্র কর। এদিন তিনি মমতা সরকারের জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির সুবিধা উল্লেখ করে সাধারণ মানুষকে তৃণমূল সরকারের পাশে থাকার আহ্বান জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct