আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: বোলপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে মকরমপুরে পথ দুর্ঘটনা। এই পথ দুর্ঘটনায় ফের প্রাণ গেল এক যুবতী পিংকি ঘোষ (২৫)। প্রতিদিনের মতো তিনি বিকালে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন। বোলপুর লালপুর কাছে রাস্তা এতটাই খারাপ যে লরির সঙ্গে পাশ কাটাতে গিয়ে লরিটি চাপা দিয়ে দেয়, ওই মহিলাকে। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় বাসিন্দারা তুলে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান এবং সেখানে তার মৃত্যু হয়। এই ঘটনা আজকের নয় এর আগেও আমরা বোলপুর মকরমপুর রাস্তা নিয়ে খবর করেছিলাম কিন্তু কোন সুরাহা মেলেনি তাই আজ ফের এই দুর্ঘটনা কবলে পড়ে এক যুবতীর প্রাণ গেল। বাসিন্দাদের অভিযোগ, বারবার ঘটে যাওয়া সত্ত্বেও কোন সদুত্তর মিলছে না মকরমপুর বাসীদের তাই তারা আজ রাস্তায় টায়ার জ্বালিয়ে অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধ করে রেখেছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি যতক্ষণ না এই রাস্তার ঠিক করার প্রতিশ্রুতি না পাচ্ছেন ততক্ষণ এই অবরোধ চলবে। ঘটনাস্থলে বোলপুর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। পুলিশ ঘটনার তদন্ত করছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct