দেবাশীষ পাল, মালদা, আপনজন: ‘ভাষা শিখব, বই লিখব’ এই স্লোগানকে সামনে রেখে শুরু হল ৩৫ তম মালদা জেলা বই মেলা ও প্রদর্শনী। সোমবার দুপুরে মালদা শহরের বৃন্দাবনী ময়দান থেকে শুরু হয় ৩৫ তম বইমেলা ও প্রদর্শনীর সোভাযাত্রা। সারা শহর পরিক্রমা করে শেষ হয় মালদা কলেজ ময়দান বইমেলা প্রাঙ্গনে। মিছিলে অংশ নেন জনপ্রশার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, শিশু সুরক্ষা অধিকার কমিশনের প্রাক্তন সভাপতি সুদেষ্ণা রায়, মন্ত্রী সাবিনা ইয়াসমিন, রাজ্যসভার সাংসদ মৌসুম নূর, মালদা জেলা শাসক নীতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ বিধায়ক, বিভিন্ন আধিকারিক ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। ফিতে কেটে এবং মশাল জ্বালিয়ে ৩৫ তম বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সঙ্গে ছিলেন অন্যান্য অতিথিবর্গ। বইমেলা কমিটির পক্ষ থেকে জানানো হয় ৮ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত মালদা কলেজ ময়দানে অনুষ্ঠিত হবে বইমেলা ও প্রদর্শনী। এবছর ১৬০ টি স্টল রয়েছে বইমেলায়। অংকন, গান, আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে বইমেলায়। প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct