সাদ্দাম হোসেন, জলপাইগুড়ি, আপনজন: সাধারণ মানুষের মন থেকে পুলিশের সম্পর্কে ভয়-ভীতি দূর করতে ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে শিক্ষামূলক ভ্রমনের আয়োজন হল ধূপগুড়ি থানায়। আইসিডিএস এবং সিনি-র যৌথ উদ্যোগে ও ধূপগুড়ি থানা পুলিশের সহযোগিতায় আয়োজন করা হয় এই সচেতনতামূলক ভ্রমণের। ১১ থেকে ১৮ বছর বয়সী কিশোর কিশোরীরা এই শিক্ষামূলক ভ্রমণে অংশগ্রহণ করেন । এদিনের এই শিবিরে ধূপগুড়ি ব্লকের বারোঘোড়িয়া, মাগুরমাড়ী ১ নং গ্রামপঞ্চায়েত এবং ধূপগুড়ি পৌর এলাকার প্রায় ৩০ জন কিশোর কিশোরী অংশগ্রহণ করে। এই শিক্ষামূলক ভ্রমণ করা হয় ধূপগুড়ি থানায়।যে সমস্ত কিশোর কিশোরীরা কোন দিন থানায় আসেননি তাদেরকে নিয়েই বিশেষ করে এই শিবিরটি আয়োজন করা হয়। তাদেরকে সচেতন করা হয়, কিভাবে থানায় অভিযোগ দায়ের করতে হয়, থানায় এসে আধিকারিকদের সাথে কিভাবে কথা বলতে হয়। কোথায় কোন আধিকারিক বসেন। এমনকি কোন বিভাগ কোথায় রয়েছে সেই সমস্ত বিষয়ে তাদেরকে হাতে-কলমে বোঝানোর পাশাপাশি সচেতন করা হয়। এদিন ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা নিচে উপস্থিত থেকে পুলিশের কাজকর্ম ঘুরিয়ে দেখানোর পাশাপাশি গোটা থানা চত্বর দেখান কিশোর কিশোরীদের। সেই সাথে পুলিশের হেল্পলাইন নাম্বার শেয়ার করা হয় আশা কিশোর কিশোরীদের সাথে। সিনি এর প্রজেক্ট কো-অর্ডিনেটর লিম্পা সরকার জানান, এদিনের ভ্রমনে এসে কিশোর কিশোরীরা পুলিশ সম্পর্কে সচেতন হন সেইসাথে পুলিশ সম্পর্কে যে অহেতুক ভয় তাদের মধ্যে ছিল সেই ভয় দূর হয়। তারা যাতে পুলিশের কাজকর্ম সম্পর্কে নানান তথ্য সহপাঠীদের সঙ্গে শেয়ার করতে পারেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct