নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: বড়বাজারে পার্কিং নিয়ে সমস্যা আছে। এটা কলকাতা ট্রাফিক পুলিশ দেখে। আশা করি সেটা পুলিশ দেখবে। অফিসের সময় অনেক বেশি ট্রাফিক থাকে। শনিবার কলকাতা পুরসভার অধিবেশনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, আগামী আর্থিক ভাবে সচল হলেও এখনই কাউন্সিলরদের ভাতা বাড়ানো হচ্ছে না। কারণ আগে পেনশন দেওয়া হবে। তারপরে কাউন্সিলরদের বিষয় দেখা হবে। ১০০ দিনের কাজের বকেয়া ভাতা আগামী সোমবার দিয়ে দেওয়া হবে বলে জানান মেয়র । লোকসভার অধিবেশন কক্ষে স্প্রে ছড়ানো কাণ্ডে বাংলাতে থেকেই বাংলা নিয়ে যদি তিনি(শুভেন্দু অধিকারী) বলে থাকেন তাহলে মনে হচ্ছে যে বিজেপি বাংলাকে বদনাম করার চেষ্টা করছে, মন্তব্য ফিরহাদের।ফিরহাদ হাকিম বলেন,শুধু বাংলাকে বদনাম করা হচ্ছে। কাজ নেই তো খই ভাজ। অপদার্থ তাই রাজনীতিক ভাবে এটা ঘোরানোর চেষ্টা করছে বিজেপির। দেশের নিরাপত্তা নিয়ে খেলা করছে তারা। আসলে এরা এত খুন গুজরাটে করেছে। তাই তারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে বলে জানান মেয়র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের দাবিদাওয়া নিয়ে বৈঠক প্রসঙ্গে মেয়র বলেন,যদি সবচেয়ে বেশি ভুয়া কার্ড উত্তর প্রদেশে থাকে, তার জন্য বাংলার টাকা কেনো আটকানো হচ্ছে।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রসঙ্গ টেনে মেয়রের প্রশ্ন উনি নিজে কি করছেন? এত উদ্ধত কেন? সংসদে তিনি জবাব দিচ্ছেন না কেন? রাজনীতি আপনি করছেন। বিরোধীরা রাজনীতি করছে না। মেয়র আরো বলেন,একটা এত বড় ঘটনা আটকাতে পারলো না আর শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছে।কেউ যদি অন্যায় করে থাকে তাহলে কোনো দল দায়ী হয় না। কংগ্রেস সাংসদের বাড়িতে টাকা উদ্ধার নিয়ে বলেন ফিরহাদ হাকিম।উত্তরবঙ্গ শুভেন্দু সফরে যখন তিনি বিজেপির দায়িত্ব নিয়েছেন। তাই মানুষ তাকে প্রশ্ন করবেন। তিনি তো টাকা আটকানোর কথা বলে ছিলেন। তাই মানুষ তাকে ঘিরে প্রশ্ন করছে মন্তব্য মেয়রের।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct