এম মেহেদী সানি, বেড়াচাঁপা, আপনজন: বেড়াচাঁপার হাদিপুর গড়ে অবস্থিত নূরে আলম চাইল্ড মিশনে “আমাদের শিশু,আমাদের ভবিষ্যৎ” বিষয়ে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হাশিমিয়া ইন্টার ন্যাশনাল একাডেমীর সুপারিন্টেন্ডেন্ট মুফাসসির হোসেন। তিনি বলেন, শিশুরা আমাদের সবকিছু অনুকরন করে। এজন্য শিশুদের সামনে আমাদের ইতিবাচক ও সৎকর্ম করতে হবে। আজকের শিশু একদিন দেশ ,সমাজ,জাতীর কাছে বড়ো হয়ে উঠতে পারে।” আলহাজ্ব আব্দুল খালেকের সভাপতিত্বে উক্ত সেমিনারে বক্তব্য রাখেন বেড়াচাঁপা উচ্চ বিদ্যালয়ের সহ শিক্ষক রাজীব হাসান,ইংলিশ ডাইজেস্ট পয়েন্টের প্রতিষ্ঠাতা ই. আহমেদ, শিক্ষক আব্দুর রহমান প্রমুখ ।অনুষ্ঠানে মিশনের সেরা পিতা-মাতাদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি সমাজের কান্ডারী শিক্ষক- শিক্ষিকাদের বিশেষ সম্মাননা দেওয়া হয়। মিশনে সেরা শিক্ষিকার পুরস্কার অর্জন করেন আরজিনা বিবি,স্টার টিচার ও সুপার টিচার হিসাবে সম্মাননা দেওয়া হয় যথাক্রমে পারভীনা খাতুন ও নাজমা বিবিকে। মিশনের প্রধান শিক্ষিকা রেহেনা পারভীন বলেন, “গ্রামের প্রত্যন্ত এলাকায় আবস্থিত হলেও আমরা সর্বদা গুনমানসম্পন্নতা বজায় রাখি। পিতা-মাতাদের শিশু মনস্তত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে বিশেষজ্ঞদের উপস্থিতে আমাদের এই সেমিনারের আয়োজন।” সেমিনারে নূরে আলম চাইল্ড মিশনের দুই শতাধিক অভিভাবক সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct