হৃদয়
শীলা সোম
ইংরাজীতে হার্ট বলে বাংলাতে হৃদয়,
দুই জোড়া কুঠুরি তোমার, অলিন্দ, নিলয়।
মানবদেহে কর তুমি রক্ত সঞ্চালন,
তোমাতেই হয় জীবনের প্রতিফলন।
বুকের বাম পাশেতে তোমার অবস্থিতি,
স্তব্ধ হলে পরে, থামে জীবনের গতি।
উদার হৃদয় বলে যাঁরে, তিনি মহান,
জীবদেহে তোমার যে অশেষ অবদান।
পাম্পের সাথে যে হয় তোমার তুলনা--
কাজ করে যাও তুমি নীরবে একটানা।
ভালবাসার বাঁধনেতেও রেখেছো যে ধরে,
প্রতীক চিহ্ণ তাই তোমা আকৃতিতে গড়ে।
সুস্থ রাখতে তোমায় সবে তৎপর,
রক্ত সঞ্চালনে, তুমি প্রধান দপ্তর।
মানব দেহে সঞ্চারিতে প্রাণের স্পন্দন,
হৃদযন্ত্র রূপে খ্যাত, তুমি অসাধারণ ।।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct