সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: কালীপূজা উপলক্ষে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও লোকপুর থানার ব্যবস্থাপনায় বুধবার শান্তি কমিটির মিটিং অনুষ্ঠিত হয় স্থানীয় থানার সভাকক্ষে। বৈঠকে বলা হয় কেউ কোথাও ডি জে বক্স বাজাবেন না। মদ্যপ অবস্থায় মন্ডপে যাবেন না। জুয়া খেলা থেকে বিরত থাকবেন। প্রতিটি মন্ডপে কমিটির দুজন করে সদস্য সারারাত পাহারায় থাকবেন। শব্দ বাজি ফাটাবেন না ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম সেখ ফিরোজ হোসেন,চন্দ্রপুর সার্কেল ইনস্পেক্টর পীযূষ কান্তি লায়েক, লোকপুর থানার ওসি সিদ্ধার্থ শঙ্কর মন্ডল,এস আই প্রশান্ত ঘোষ,এস আই রঞ্জিৎ কুমার মন্ডল,এএস আই প্রশান্ত রায়, নাকড়াকোন্দা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সেখ লুৎফর রহমান, আইনজীবি সুনীল কুমার সাহা,সমাজসেবী কাঞ্চন দে, পিয়ার মোল্লা,দীপক শীল, দেবদাস নন্দী,উজ্বল দত্ত প্রমুখ। একান্ত সাক্ষাৎকারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন ডিএসপি ক্রাইম সেখ ফিরোজ হোসেন। অন্যদিকে শান্তি কমিটির পক্ষে কাঞ্চন দে আজকের বৈঠক সম্পর্কে তার অভিমত ব্যক্ত করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct