মোহাম্মাদ সানাউল্লা, লোহাপুর, আপনজন: চলন্ত ট্রেন থেকে নামতেই গুরুতর আহত এক যুবক। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে নলহাটি রেল ষ্টেশনে। সতেরো বছর বয়সী আহত ওই যুবকের নাম সাহিবুল ইসলাম। বাড়ী নলহাটি পৌর সভার নতুন গ্রামে। জানা গেছে শাহিবুল ইসলাম কুলিন এক্সপ্রেসে চেপে মালদা থেকে বাড়ি ফির ছিলেন। কুলিন এক্সপ্রেসের নলহাটি স্টপেজ নেই। ট্রেনটি নলহাটি প্ল্যাটফর্ম ঢোকার সময় একটু গতি কমতেই ওই যুবক চলন্ত ট্রেন থেকে নেমে পড়ে। ফলে ঘটনা স্থলেই সে রক্তাক্ত জখম হন। নলহাটি আরপিএফ পোস্টের আধিকারিক সকল দেব কুমার জানান তৎক্ষণাৎ নলহাটি রেল ষ্টেশনে কর্তব্যরত দু’জন আরপিএফ এবং জিআরপিএফ ওই যুবককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। আহত যুবকের পরিবারে সঙ্গে যোগাযোগ করে ঘটনার খবর জানানো হয়েছে। এখন পর্যন্ত আহত যুবক স্বাভাবিক অবস্থায় হাসাতালে চিকিৎসাধীন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct