চন্দনা বন্দ্যোপাধ্যায়, জয়নগর, আপনজন: বীর বিপ্লবী শহীদ কানাইলাল ভট্টাচার্য এর ৯৪ তম আত্মাহুতি দিবস পালন করা হলো আজ ২৭ শে জুলাই শনিবার তাঁর জন্ম স্থান জয়নগর মজিলপুরে। এদিন সকালে বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে জয়নগর মজিলপুর পৌরসভা ভবনে বিপ্লবীর স্মৃতিতে তাঁর ছবিতে মাল্যদান করে স্মরণ করলেন জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার সহ একাধিক কাউন্সিলার গন।এর পরে জয়নগর মজিলপুর দও বাজারে বিপ্লবীর আবক্ষ মূর্তিতে মাল্যদান ও বিপ্লবীর সম্পর্কে আলোকপাত করলেন বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক রমাপ্রসাদ চক্রবর্তী, লালমোহন ভট্টাচার্য, প্রাক্তন চেয়ারম্যান সুজিত সরখেল,সাধন কুন্ডু,প্রবীর নন্দী, পুলক বসু, খোকন দাস সহ আরো অনেকে।এর পরে এদিন দুপুরে জয়নগর মজিলপুর জে এম টেনিং স্কুলে বিপ্লবীর ছবিতে মাল্যদান ও বিপ্লবীর জীবন নিয়ে আলোচনার মধ্যে দিয়ে আত্মাহুতি দিবস পালন করা হলো।উপস্থিত ছিলেন জে এম টেনিং স্কুলের প্রধান শিক্ষক দীপংকর মন্ডল,সহ শিক্ষক জ্যোতির্ময় দাস সহ একাধিক শিক্ষক শিক্ষিকাগন এবং বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য স্মৃতি রক্ষা কমিটির সদস্য ও স্কুলের পড়ুয়ারা। উল্লেখ্য,বিপ্লবী দীনেশ গুপ্তের ফাঁসির রায়দানকারী কুখ্যত বিচারক গার্লিককে প্রকাশ্য এজলাসে গুলি করে বিষপান করে আত্মাহুতি দেন বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য। আর তাঁর মতো শহীদকে স্মরণ করে প্রতি বছর আলিপুর জর্জকোটে ও তাঁর জন্মস্থান জয়নগর মজিলপুরে আত্মাহুতি দিবস পালন করা হয়।
ছবি: মিসবাহ উদ্দিন
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct