নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: রবিবার ৩২ টি লোকাল ট্রেন বাতিল শিয়ালদহ ডিভিশনে। পূর্ব রেল সুত্রে জানা গিয়েছে নৈহাটি ব্যান্ডেল সেকশনে জরুরী ট্রাক মেরামতির কাজের জেরে স্বাভাবিক ট্রেন চলাচল ব্যাহত হবে। শনিবার রাত সাড়ে ১১ টা থেকে রবিবার ভোর সাড়ে সাতটা পর্যন্ত টানা ৮ ঘণ্টা ধরে চলবে কাজ। শনিবার দুপুরে পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয় ওই কাজ এই শনি ও রবিবার হবে। এর ফলে যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে সেগুলি হল----নৈহাটি ব্যান্ডেল আপ ও ডাউন ৩৭৫৫৭, ৩৭৫৫৮, শিয়ালদহ শান্তিপুর আপও ডাউন ৩১ ৫৪১,৩১৫ ৪০, শিয়ালদা রানাঘাট আপ ও ডাউন, কল্যাণী সীমান্ত নৈহাটি ডাউন, নৈহাটি ব্যান্ডেল আপ ও ডাউন, শিয়ালদহ কৃষ্ণনগর আপ ও ডাউন, শিয়ালদহ শান্তিপুর আপ ও ডাউন, শিয়ালদা রানাঘাট আপ ও ডাউন, নৈহাটি কল্যাণী সীমান্ত আপ। এছাড়া শিয়ালদহ- কল্যাণী সীমান্ত আপ ও ডাউন এবং রানাঘাট নৈহাটি আপ ও ডাউন লোকাল ট্রেন বাতিল থাকছে। ফলে যাত্রীদের যে দুর্ভোগ হবে তা বলার অবকাশ রাখে না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct