সারিউল ইসলাম, ভগবানগোলা, আপনজন: বুধবার ভগবানগোলা এক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গঠন সম্পূর্ণ হওয়ার পরেই দলীয় কর্মীদের হাতে গুরুতর ভাবে আহত হলেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ তথা ব্লক তৃণমূলের সম্পাদক গোলাব শেখ। ঘটনাটি ঘটে ভগবানগোলা এক ব্লক তৃণমূল কার্যালয়ের সামনে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কানাপুকুর গ্রামীণ হাসপাতাল, পরবর্তীতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, তার চোখের অবস্থা গুরুতর হওয়ায় অস্ত্রপ্রচার করাতে হতে পারে। উল্লেখ্য, ২৪ আসনের ভগবানগোলা এক পঞ্চায়েত সমিতি নির্বাচনে তৃণমূল কংগ্রেস ৯টি আসন, সিপিএম ৭টি আসন, কংগ্রেস ৬টি আসন, বিজেপি একটি ও নির্দল একটি আসনে জয়ী হয়। বাম কংগ্রেস জোটের বোর্ড গঠন করার কথা থাকলেও বিজেপি নির্দল থেকে ২ সদস্য এবং সিপিএম থেকে ২ সদস্য মোট চার সদস্যের সমর্থনে বোর্ড গঠন করে তৃণমূল।
গত সপ্তাহে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনে ভোটাভুটি হলেও কোনরকম সমস্যা হয়নি। কিন্তু বুধবার কর্মাধ্যক্ষ নির্বাচনকে ঘিরে প্রথমে বিতর্ক এবং পরবর্তীতে ব্লক দলীয় কার্যালয়ের নির্দল সমর্থকেরা প্রবেশ করতে গেলে কিছু নেতৃত্ব বাধা দেন এবং তারপরেই হাতাহাতি শুরু হয়, পরে তা মারামারির আকার ধারণ করে। সেই মারামারিতে গুরুতর আহত হন কৃষি কর্মাধ্যক্ষ গোলাব শেখ। তাকে উদ্ধার করতে গিয়ে আহত হন তার ভাই মেসের শেখ। কৃষি কর্মাধ্যক্ষ গোলাব শেখ বলেন, ‘দলের কেউ আমার উপর চড়াও হয়নি। যারা আমাকে আক্রমণ করেছে তারা প্রত্যেকেই সিপিএম কংগ্রেসের লোক, আমি তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি।’নারী, শিশু, ত্রাণ ও পুনর্গঠন কর্মাধ্যক্ষ মুকলেসিনা বিবির স্বামী জামাল শেখ সহ মোট ১৩ জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কৃষি কর্মাধ্যক্ষ গোলাব শেখ। এবিষয়ে ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলী বিস্ফোরক দাবি করেন ‘ব্লক সভাপতি আহসানুর রহমান বাপন আর্থিক লেনদেনের মাধ্যমে কর্মাধ্যক্ষ পদে অন্য কারো নাম প্রস্তাব করেন সেই কারণে প্রায় দেড় ঘন্টার বেশি সময় ধরে থমকে থাকে কর্মাধ্যক্ষ নির্বাচনের কাজ।’ভগবানগোলা এক ব্লক তৃণমূল সভাপতি আহসানুর রহমান বাপন বলেন, ‘এরকম ঘটনা আমরা আশা করিনি। যদিও খোঁজ নিয়ে জানতে পেরেছি এটা ওদের পারিবারিক ব্যাপার, তবে ঘটনাচক্রে দলীয় কার্যালয়ের সামনে ঘটেছে এটি। ওরা সবাই আমাদের লোক, তাই আলোচনা করে সব মিটিয়ে নেওয়া হবে।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct