সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: মুর্শিদাবাদ জেলা পরিষদের ৯টি স্থায়ী সমিতির গঠন প্রক্রিয়া সম্পূর্ণ হল মঙ্গলবার। ৯ টি স্থায়ী সমিতিতে পাঁচজন করে সদস্যের নাম ঘোষণা করা হয়েছে।একসময় অধীর গড় নামে পরিচিত মুর্শিদাবাদ জেলায় ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের ৭৮ টি আসনের মধ্যে ৭২ টি আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। চারটিতে কংগ্রেস এবং দুটিতে বামেরা জয়ী হয়। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ১৪ ই আগস্ট মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানাকে নির্বাচিত করে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার মুর্শিদাবাদ জেলা পরিষদের স্থায়ী সমিতি গঠন করা হলো।নতুন স্থায়ী সমিতিতে যে ৯ জনকে কর্মাধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে তারা হলেন- ১) জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষঃ কার্তিক চন্দ্র দাস, ২) পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষঃ শামসুজ্জোহা বিশ্বাস, ৩) কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষঃ ওজিফা বেগম, ৪) শিক্ষা, সংস্কৃতি, তথ্য ও ক্রীড়া কর্মাধ্যক্ষঃ সফিউজ্জমান সেখ, ৫) শিশু, নারী উন্নয়ন, জনকল্যাণ ও ত্রাণ কর্মাধ্যক্ষঃ ইতি সাহা, ৬) বন ও ভূমি সংস্কার কর্মাধ্যক্ষঃ আশা খাতুন বিবি, ৭) খাদ্য ও সরবরাহ কর্মাধ্যক্ষঃ মন্টু রহমান, ৮) ক্ষুদ্র শিল্প, বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি কর্মাধ্যক্ষঃ আলিয়ারা বিবি, ৯) মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশ কর্মাধ্যক্ষঃ মুস্তাফিজুর রহমান।মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা বলেন, ‘আমরা যতজন জেলা পরিষদের সদস্য-সদস্যা আছি, প্রত্যেকেই উন্নতির একেকজন কান্ডারী। কে কোন পদ পাচ্ছে সেটা কোন বিষয় নয় বরং আমরা দিদি এবং অভিষেক ব্যানার্জির সৈনিক, আমরা সার্বিকভাবে উন্নয়নের লক্ষ্যে দলের নির্দেশ মতো কাজ করব।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct