আপনজন ডেস্ক: সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিশ্ব পানি সংস্থা প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন বলে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) সোমবার জানিয়েছে। এসপিএ প্রতিবেদনে বলেছে, নবগঠিত সংস্থাটির সদর দপ্তর রিয়াদে থাকবে, যা টেকসই পানিসম্পদ সুরক্ষিত করতে বিশ্বব্যাপী প্রচেষ্টাকে একত্র ও উন্নত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংস্থার উদ্দেশ্যগুলো হলো, জ্ঞান ও দক্ষতার বিনিময়, পানির প্রযুক্তির অগ্রগতি, উদ্ভাবনের উদ্দীপনা এবং গবেষণা ও উন্নয়ন অভিজ্ঞতা ভাগ করে নেওয়া। এসপিএ জানিয়েছে, সংস্থাটি সবার জন্য পানির প্রাপ্যতা নিশ্চিত করার সঙ্গে সঙ্গে পানিসম্পদের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করার লক্ষ্যে উচ্চ-অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোর সূচনা এবং অর্থায়নে সক্রিয়ভাবে সমর্থন করবে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই উদ্যোগটি বিশ্বব্যাপী পানি সরবরাহের সঙ্গে যুক্ত চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সৌদি আরবের প্রতিশ্রুতিকে বোঝায়। পাশাপাশি এটি পরিবেশগত টেকসইয়ের প্রতি সৌদি আরবের বৃহত্তর উৎসর্গের সঙ্গেও সাদৃশ্যপূর্ণ। এ ছাড়া সৌদি আরব সংস্থার সব সদস্য দেশের সঙ্গে সহযোগিতায় পানির নিরাপত্তা সম্পর্কিত টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে অবদান রাখতে চায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct