মনজুর আলম, মগরাহাট, আপনজন: মগরাহাট ২ নম্বর ব্লকের ধামুয়া উত্তর গ্রাম পঞ্চায়েত প্রধান গঠন করল তৃণমূল কংগ্রেস, এই গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ১৭, তৃণমূল পেয়েছে ১৩ টা, সিপিএমের ৩টে, আর একটা নির্দল। প্রধান নির্বাচন হয়েছেন অলক মন্ডল , উপপ্রধান শান্তনু মালি। আর এই প্রধান গঠনকে কেন্দ্র করে পঞ্চায়েত চত্বরে প্রচুর তৃণমূল সমর্থকরা উপস্থিত হয়েছিলেন। গন্ডগোল যাতে না হয় সেই জন্য মোতায়েন মগরাহাট থানার বিশাল পুলিশ বাহিনী, স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের দুই গোষ্ঠী কোন্দল আছে এই গ্রাম পঞ্চায়েত এলাকায়, তাই প্রশাসনের পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে গ্রাম পঞ্চায়েত চত্বরে। প্রধান নির্বাচন হয়েই অলক মন্ডল বলেন, স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে পাঁচ বছর সাধারণ মানুষের জন্য এলাকায় উন্নয়ন জোয়ার আনব। একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে কাজ করব।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct