সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: মুর্শিদাবাদের রাণীনগর ব্লকে পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকে উত্তেজিত হয়েছিল, মনোয়ন দাখিল থেকে ভোট গ্রহণ সহ ভোট গণনার দিনেও চলে সন্ত্রাস বলে অভিযোগ জোটের তার পরেও একাধিক গ্রাম পঞ্চায়েত দখল নিয়েছে বাম কংগ্রেস জোটে। মঙ্গলবার মহকুমার প্রথম পঞ্চায়েত বোর্ড গঠনের দিন ছিল আর সেই দিনেই তিনটে গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন করলো বাম কংগ্রেস জোট। রাণীনগর ১ গ্রাম পঞ্চায়েত প্রধান হয়েছেন মোসাম্মদ লায়লা বিবি কংগ্রেস সমর্থিত ও বাম সমর্থীত সাফি নাদিম আক্তার সরকার উপ প্রধান হয়।কালীনগর ১ ও ২ গ্রাম পঞ্চায়েত প্রধান হয়েছে মান্নাফ হোসেন ও উপপ্রধান সারভানু বিবি।কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে পঞ্চায়েত বোর্ড গঠন হয় এদিন। প্রধান গঠন শেষ হতেই আনন্দে উল্লাসে ফেটে পড়ে বাম কংগ্রেস জোট কর্মীরা। আর সেই আনন্দের মধ্যে শুরু হয় তৃণমূল ও জোট কর্মীদের মধ্যে সংঘর্ষ। বাদ যায়নি সাংবাদিকও।রানীনগর -২ ব্লকের রামনগর নতুনপাড়া এলাকায় বাবু সেখ নামের এক জোট কর্মীকে বেধড়কভাবে মারধরের অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। পাশাপাশি রানিনগর থানার কালীনগর-২ অঞ্চলের কেএমপাড়া বুথের তৃণমূলের সহসভাপতি আজিজুল ইসলামকে বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে বাম কংগ্রেসের জোট কর্মীদের বিরুদ্ধে। পাশাপাশি ওই বাড়ির মহিলাদেরকেও মারধরের অভিযোগ উঠেছে। পাশাপাশি রানীনগর থানার বাবলাবোনা এলাকায় জাহাঙ্গীর সেখ নামের এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে বাম কংগ্রেস জোট কর্মীদের বিরুদ্ধে। জাহাঙ্গীর সেখকে মারধর করতে দেখে তার মেয়ে হ্যাপি খাতুন বাবাকে বাঁচাতে গেলে তাকেও মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর তাদের গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সবকটি ঘটনাতেই থানায় লিখিত অভিযোগ করেন বলে সূত্রে জানা যায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct