নিজস্ব প্রতিনিধি, বেহালা, আপনজন: বেহালার বড়িশা স্কুলের পাশে থাকা ফুটপাত দখল হয়ে হকারদের স্টলগুলি নিজেরাই সরিয়ে নিতে শুরু করল রবিবার সন্ধ্যে থেকে। পুলিশ বেআইনিভাবে ফুটপাতে থাকা হকারদের বরিশা স্কুলের সামনে থেকে দোকান তুলে নিতে বলেছিল সেই মতো। কলকাতা পুলিশের কথা অনুযায়ী চৌরাস্তার ফুটপাত থেকে হকাররা দোকান তুলে নিয়ে যায় অন্যত্র। গত দুদিন আগে এই বেহালার বরিশা স্কুলের এক ক্ষুদে ছাত্রের মৃত্যুর পর কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম ফুটপাত দখল করে থাকা বেআইনি স্টল গুলি প্রসঙ্গে মুখ খোলেন। কলকাতা পুরসভার মেয়র পুলিশকে এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন। এরপরই কলকাতা পুলিশের পক্ষ থেকে ওই অঞ্চলে ফুটপাত দখল করে থাকা বেআইনি স্টল গুলি হকারদের সরিয়ে নিতে নির্দেশ দেয়। সেই অনুযায়ী রবিবার সন্ধ্যেবেলা হকাররা নিজেদের উদ্যোগ নিয়ে স্টলগুলি সেখান থেকে সরিয়ে নেন। এদিকে বেহালা চৌরাস্তায় এখন যান নিয়ন্ত্রণে সক্রিয় ক্লোজ সার্কিট ক্যামেরা ও পুলিশের নজরদারি। কিন্তু তারপরেও রবিবার সকালে সেখানে ট্রাফিক নিয়ম না মানতে দেখা যায় একাধিক জনকে।সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে স্টপ লাইন ক্রস করে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। জেব্রা ক্রসিংয়ের ওপর চলে আসছে গাড়ির চাকা। সেই চিত্র আজকেও । স্টপ লাইন মানছে না বেশিরভাগ চালক । গাড়ি চলে আসছে জেব্রা ক্রসিং এর ওপর। পুলিশের সামনে থেকে চৌরাস্তা মোড়ের ওপর এত তৎপরতার সত্বেও একই বাইকে তিনজন যাচ্ছেন অনায়াসে। এত বড় ঘটনার পরেও কবে মানুষের হুশ ফিরবে সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct