এম মেহেদী সানি, বনগাঁ, আপনজন: পঞ্চায়েত নির্বাচনে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর রণঘাট গ্রাম পঞ্চায়েতে ১৫ টি আসনে জয়লাভ করেছিল তৃণমূল , ৩ টি আসনে সিপিআইএম এবং ১২ টি তে বিজেপি। রণঘাট গ্রাম পঞ্চায়েতের ডাহরপোতা ১২ নম্বর বুথের বিজয়ী বিজেপি প্রার্থী রুমা মন্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। বনগাঁতে তৃণমূলের জেলা কার্যালয়ে তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে যোগদান করলেন তৃণমূলে । এই বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত কে শক্ত করার জন্যই বিজেপির পঞ্চায়েত সদস্যা তৃণমূলে যোগদান করেছেন যাতে তিনি মানুষের পাশে দাঁড়াতে পারেন এবং মানুষের কাজ করতে পারেন। অন্যদিকে এই নিয়ে সদ্য তৃণমূলে যোগ দেওয়া বিজেপির জয়ী প্রার্থী রুমা মন্ডল বলেন আমি তৃণমূলে টিকিট পাইনি সেই কারণেই বিজেপিতে গিয়েছিলাম । বহুদিন আগে থেকে তৃণমূলে যাওয়ার ইচ্ছে ছিল। সেই কারণে বিজেপির থেকে জয়লাভ করে তৃণমূলে যোগদান করেছি যাতে করে মানুষের কাজ করতে পারি। এ বিষয়ে বনগাঁ উত্তর পৌর মন্ডলের যুব মোর্চার সভাপতি রাজীব রায় বলেন রণঘাট গ্রাম পঞ্চায়েতের ডহরপোতাতে আমাদের যেপ্রার্থী জয়লাভ করেছে তাকে ভয় দেখিয়ে যোগদান করানো হয়েছে। মানুষ এর জবাব দেবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct