জিয়াউল হক, চুঁচুড়া, আপনজন: আগামী ২১ মে থেকে ‘হজ-যাত্রা’ শুরু হতে চলেছে। চলবে ৬ জুন পর্যন্ত। এ বছর হুগলি জেলা থেকে মোট যাত্রীর সংখ্যা ৪৪৫। বুধবার তাঁদেরকে নিয়েই পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির উদ্যোগে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় চুঁচুড়া রবীন্দ্র ভবনে। শিবিরের আয়োজনে ছিল হুগলি জেলা সংখ্যালঘু দফতর। এই প্রথমবার ৬৫ বছরের উর্দ্ধে যাত্রীদের জন্য করোনার তৃতীয় ডোজ (বুস্টার ডোজ) বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি পঁয়ষট্টির নীচের যাত্রীদের দ্বিতীয় ডোজ নিতেই হবে। রাজ্য হজ কমিটি সূত্রে খবর, এ বছর হুগলির মোট যাত্রীদের মধ্যে ১৬৫ জন মহিলা। পঁয়ষট্টি বছরের উর্দ্ধে রয়েছেন ৮৩ জন। হজ যাত্রায় মহিলাদের সংখ্যা বাড়ায় খুশি জেলা সংখ্যালঘু দফতর। দফতরের আধিকারিক আরিফ হোসেন বলেন, “সংখ্যালঘু মহিলারাও নিজেদের ধার্মিক অধিকার প্রতিষ্ঠিত করতে পারছেন। ”বুধবার সকাল এগারোটা থেকে শুরু হওয়া এই শিবির চলে সন্ধ্যা পর্যন্ত। রাজ্য হজ কমিটির সম্পাদক মসীহা রহমান মল্লিক জানান, যাত্রীদের সুবিধার্থে প্রশিক্ষণকে চারটি অধ্যায়ে ভাগ করা হয়েছে। প্রথমে, আরব আমির শাহির মতো ভিন দেশে গেলে আপনার ব্যবহার কেমন হওয়া উচিত? পাশাপাশি সেখানকার হোটেল রুমের ব্যবহারিক বিষয় সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয়। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ে মদিনা শরীফ, ওমরাহ ও হজের ধর্মীয় রীতিনীতি সম্পর্কে অবগত করানো হয়। জেলা সংখ্যালঘু আধিকারিক বলেন, “যাত্রার আগে সরকারিভাবে একটি কোভিড টিকাকরণ শিবির করা হবে। যেখানে যাত্রীরা প্রয়োজনে দ্বিতীয় এবং তৃতীয় ডোজ নিতে পারবেন।”
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct