রঙ্গিলা খাতুন, বহরমপুর, আপনজন: বিচারবিভাগীয় হেফাজতে থাকাকালীন এক যুবকের মৃত্যুকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল বহরমপুরে। জেলখানা আসামির অস্বাভাবিক মৃত্যু, ক্ষুব্ধ পরিবারের সদস্যরা। পরিবারের অভিযোগ বিচারবিভাগীয় হেফাজতে থাকাকালীন পুলিশের শারীরিক অত্যাচারে মৃত্যু হয়েছে আবু তালেবের (৪৮)। জানা গেছে, মৃত আবু তালেবের বাড়ি ভগবানগোলা থানার হাবাসপুর গ্রামে। পুলিশ সূত্রে খবর, গত ১১ এপ্রিল ভগবানগোলা থানার পুলিশ আবু তালেবকে খোরপোষ সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার করে। তালেবকে কোর্টে পেশ করা হলে বিচারক বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। মৃত ব্যক্তির আত্মীয় মহম্মদ জাকিবুর রহমান বলেন, ‘”যেদিন ভগবানগোলা থানার পুলিশ তালেবকে বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়, সেদিন তার কোনও শারীরিক সমস্যা ছিল না। গত ২২ এপ্রিল আমরা তালেবকে বহরমপুর জেলে দেখতে এসে খুঁজে পাইনি। জেলখানা কর্তৃপক্ষ থেকে জানা গিয়েছে আবু তালেব খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছে। তাই তালেবকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ” পরিবারের দাবি, তালেবকে মানসিক হাসপাতালেও তাঁরা দেখতে পাননি। এরপর পরিবারের লোক জানতে পারেন, তালেবের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের অভিযোগ, পুলিশের অত্যাচার ও সঠিক চিকিৎসা অভাবে তালেবের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে মৃত্যুর সঠিক কারণ, আর তারপর আইনের দ্বারস্থ হবে মৃতের পরিবার এমনটাই স্পষ্ট ভাষায় জানানো সংবাদ মাধ্যমকে জানান মৃতের পরিবার সদস্যরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct