এম মেহেদী সানি, হাবড়া, আপনজন: রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন সংশ্লিষ্ট স্ট্যান্ডিং কমিটি সাম্প্রতিক সময়ে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করছেন। মূলত গ্রাম পঞ্চায়েতের কাজকর্ম, সুবিধা অসুবিধা খতিয়ে দেখতে গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করছেন ওই স্ট্যান্ডিং কমিটি। মঙ্গলবার উত্তর চব্বিশ পরগণার হাবড়া-১ ব্লকের বেড়গুম-২ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন কাজকর্ম পরিদর্শন করলেন রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন সংশ্লিষ্ট স্ট্যান্ডিং কমিটির বিশেষ প্রতিনিধি দল। রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন সংশ্লিষ্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বিধায়ক অশোক দেবের তত্ত্বাবধানে এ দিন উপস্থিত ছিলেন ওই কমিটির সদস্য বিধায়ক বীনা মন্ডল, নারায়ণ গোস্বামী, বঙ্কিম ঘোষরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, হাবড়া-১ বিডিও জয়ন্ত দে, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নেহাল আলি প্রমুখ। বেড়গুম-২ গ্রাম পঞ্চায়েতের অনন্যা মহিলা স্বনির্ভর দলের কর্মকান্ড পরিদর্শন করে চেয়ারম্যান বিধায়ক অশোক দেব জানান, ‘এখানে সকলেই নিষ্ঠার সঙ্গে কাজ করবার চেষ্টা করছেন। আমরা সরকারকে রিপোর্ট দেবো, সরকারের যেটা করণীয় সেটা করবেন।’ তিনি আরও বলেন, কোথাও সমস্যা থাকলে আমরা তা সমাধানের চেষ্টা করবো।’ সংশ্লিষ্ট বিষয়ে বেড়গুম-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান রুমা সরকার বলেন, ‘স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধিরা এসে সবকিছু খতিয়ে দেখেছেন এবং সন্তোষ প্রকাশ করেছেন।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct