আপনজন ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস তাদের ছাত্র সংগঠনকে মজবুত করতে নতুন রাজ্য কমিটি ও জেলা কমিটির তালিকা প্রকাশ করল সোমবার। সেই তালিকায় রাজ্য কমিটিতে স্থান পেয়েছেন ৬৬জন। তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন জয়া দত্ত। আর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তৃণাঙ্কুর ভট্টাচার্য। ২০১৮তে জয়া দত্তকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর থেকে তৃণাঙ্কুরই কমিটির সভাপতি। এ বারও তিনিই রয়ে গেলেন। চেয়ারপার্সন হিসেবে রয়ে গেলেন জয়া দত্ত। ২০১৯ থেকে তিনি এই পদে রয়েছেন। ৯জন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে আছেন ১৫জন ও সম্পাদক পদে ১১জন এবং এক্সিকিউটিভ মেম্বার পদে ২৯জন। এই ৬৬ জনের রাজ্য কমিটির তালিকায় ১২ জন সংখ্যালঘুকে স্থান দেওয়া হয়েছে। এদের মধ্যে ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন রুমানা খাতুন, ওয়াহিদা খাতুন ও রেজাউল মোল্লা। জেনারেল সেক্রেটারি পদে মুহাম্মদ সাদ্দাম হোসেন, মুহাম্মদ সাবির আলি ও আমিরুল ইসলাম (রামিজ)। সেক্রেটারি পদে মীর সিদ্দিক, আসিফ আহমেদ ও ফায়সাল খান। এছাড়া এক্সিকিউটিভ মেম্বার পদে রয়েছেন আতাউল হক, আসিফ খান ও ত্বহা ইয়াসিন মোল্লা। রাজ্য কমিটি ছাড়াও তৃণমূল ছাত্র পরিষদের ৩৩টি জেলা কমিটি গঠন করা হয়েছে। তাতে স্থান পেয়েছেন মোট ৮৯ জন। কলকাতা মধ্য, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণের কমিটির নাম পরে ঘোষণার কথা জানানো হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদ জেলা কমিটিতে যে ৮৯জনের নাম ঘোষণা করেছে তাতে সংখ্যালঘু সংখ্যা ১৫জন। উল্লেখ্য, সাগরদিঘি উপনির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের এই রাজ্য জেলা কমিটি গঠন খুবই গুরুত্বপূর্ণ। সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর প্রশ্ন উঠেছিল, এবার কি তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে ধস নামতে শুরু করেছে। সেই আবহে তৃণমূল ছাত্র পরিষদের নতুন কমিটিতে বেশ কয়েকজন সংখ্যালঘুকে স্থান দেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct