আপনজন ডেস্ক: মোটরসাইকেল চালিয়ে ৫০ দিনে মক্কায় পৌঁছেছেন দুই আলজেরিয়ান। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স থেকে ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত ব্লিটা এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে উমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে আসেন ওয়ালিদ ও মুহাম্মদ। এ সময় তাঁরা তিউনিসিয়া, লিবিয়া, তুরস্ক, লেবানন, লিবিয়া, জর্দানসহ ছয়টি দেশ পাড়ি দেন। প্রথমে মদিনায় পৌঁছে তাঁরা মসজিদে নববিতে নামাজ পড়েন এবং রওজা শরিফ জিয়ারত করেন।এরপর মক্কায় গিয়ে উমরাহ পালন করেন। দীর্ঘ এ ভ্রমণের জন্য আগে থেকেই তাঁরা প্রয়োজনীয় সব জিনিসপত্র, খাবার ও কাগজপত্র সংগ্রহ করেন। ভ্রমণকালের আকর্ষণীয় মুহূর্তগুলো তারা ইনস্টাগ্রামের নিজ অ্যাকাউন্টে লাইভ শেয়ার করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁদের ভ্রমণের একটি ভিডিও ভাইরাল হয়। তাতে তাদেরকে এহরামের কাপড় পরে মোটরসাইকেলে করে মক্কায় যেতে দেখা যায়। ৫০ দিনে ছয়টি দেশ পাড়ি দেওয়ার সময় স্থানীয়রা তাঁদেরকে শুভেচ্ছা জানান এবং প্রয়োজনীয় সহযোগিতা করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct