নকীব উদ্দিন গাজী, ডা. হারবার, আপনজন: আর জি করের জুনিয়র চিকিৎসকের শারীরিক অত্যাচার চালিয়ে তাকে খুন করা হয়েছে, আর সেই খুনের খুনিকে গ্রেফতারের দাবী তুলে শাস্তির দাবি তুলে রাজ্যের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্য কর্মী থেকে সাধারণ মানুষ গর্জে উঠেছে। যারা এই অপরাধের সঙ্গে যুক্ত অবিলম্বে তাদেরকে শাস্তি দিতে হবে সুরক্ষা দিতে হবে চিকিৎসকদের স্বাস্থ্যকর্মীদের আশা কর্মীদের নার্সদের। সেই দাবি নিয়ে বুধবার দিন ডায়মন্ডহারবার এক নম্বর ব্লক এবং দু’নম্বর ব্লকের আশা কর্মী চিকিৎসক নার্স,স্বাস্থ্যকর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ মিছিলের পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্রে অবস্থান বিক্ষোভ করে, আর জি করের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে স্বাস্থ্য কর্মীরা। স্বাস্থ্য কর্মীদের দাবি প্রতিটি হাসপাতালে নিরাপত্তা রক্ষী, সিসি ক্যামেরা ব্যবস্থা করতে হবে। অনেক সময় চিকিৎসা করতে গিয়ে চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীদের উপর হেনস্থা করে। সেইসব কারণে সুরক্ষার দাবি তুলে এই বিক্ষোভ সমাবেশ ডাক্তার বাঁচলে রোগী বাঁচবে। এই স্লোগান নিয়ে আরজিকরের জুনিয়র চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদ তুলে দোষীদের শাস্তির দাবি তোলেন।
স্বাস্থ্যকর্মীরা বলেন, এই ঘটনাকে ধামাচাপার দেওয়ার চেষ্টা করছে বা প্রমাণ লোপাটের চেষ্টা করছে অবিলম্বে তাদেরও শাস্তি দেওয়া উচিত। বুধবার দিন দক্ষিণ চব্বিশ পরগনার অধিক অংশ স্বাস্থ্য কেন্দ্র ইনডোর খোলা থাকলেও আউটডোর বন্ধ ছিল। দূর-দূরান্ত থেকে রোগীরা এসে চিকিৎসা না পেয়ে চলে যেতে হয়। তবে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কিছুটা হলেও সিনিয়র চিকিৎসকরা সাধারণ মানুষের চিকিৎসা দেয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct