আপনজন ডেস্ক: য়াশিংটনের ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ‘রাশিয়া কিংবা ফিলিস্তিনি সংগঠন হামাস কাউকেই জিততে দেওয়া হবে না।’ বিবিসির খবরে বলা হয়েছে, বাইডেন সবেমাত্র ইসরায়েল সফর শেষে দেশে ফিরেছেন। ভাষণে জাতীয় নিরাপত্তার বিষয়গুলোর সঙ্গে ইসরায়েল ও ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থনের বিষয়টিও তুলে ধরেন।বলেন, ‘প্রেসিডেন্ট হিসাবে আমার কাছে জিম্মি আমেরিকানদের নিরাপত্তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিছু নেই।’হামাসকে বিশ্বের জঘন্যতম গোষ্ঠী হিসেবে উল্লেখ করেন বাইডেন। একই সঙ্গে গাজা ও ইসরায়েলে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। বলেন, ‘গাজা হাসপাতালে বিস্ফোরণে যারা মারা গেছে তাদেরসহ ফিলিস্তিনি জীবনের মর্মান্তিক ক্ষতিতে আমি দুঃখিত। তবে এটি (হামলা) ইসরায়েলিরা ঘটায়নি।’ হামাস-ইসরায়েল যুদ্ধ নিয়ে বাইডেন বলেন, এ সংঘাতের ঝুঁকির বিষয় হলো, এই বিশৃঙ্খলা বিশ্বের অন্যান্য অংশে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। তবে যুক্তরাষ্ট্র এবং মিত্ররা মধ্যপ্রাচ্যের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়তে কাজ করছে। এতে পরিস্থিতি আরো স্থিতিশীল এবং প্রতিবেশীদের সঙ্গে অন্য দেশের সম্পর্ক আরো ভালো হবে। বাইডেন তাঁর ভাষণে হামাসকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুলনা করে বলেন, ‘হামাস এবং পুতিন বিভিন্ন ধরনের হুমকির প্রতিনিধিত্ব করে। তারা উভয়ই গণতন্ত্রকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে চায়। ইউক্রেন যে একটি রাষ্ট্র তা পুতিন স্বীকার করতে চান না।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct