আপনজন ডেস্ক: রামনবমী নিয়ে এবার কড়া পুলিশ। এর পাশাপাশি রবিবার ছুটির দিন থাকা সত্ত্বেও নবান্নে খোলা হচ্ছে বিশেষ কন্ট্রোল রুম। দায়িত্বে থাকছেন রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম। নবান্নে বসে গোটা রাজ্যের পরিস্থিতির ওপর নজরদারি চালাবেন পুলিশকর্তারা। রাজভবনে ও খোলা হচ্ছে পিস রুম। রবিবার সারাদিন পুলিশকে ডিউটি করতে হবে। যতক্ষণ না সব মিছিল শেষ হবে। কোন নির্দিষ্ট সময়সীমা ডিউটি নেই রবিবারের জন্য। শহরে নির্দিষ্ট কয়েকটি রুটেই একমাত্র যাবে রামনবমীর মিছিল। প্রায় ৫০ জন আই পি এস অফিসার কলকাতা পুলিশের পক্ষ থেকে রাস্তায় থাকবেন রবিবার। বড় মিছিলে ডিসি, যুগ্ম পুলিশ কমিশনার প্রমুখ পদমর্যাদার অফিসাররা দায়িত্বে থাকবেন। যেসব রাস্তায় মিছিল যাবে সেখানে পুলিশ পিকেটিং থাকবে। এছাড়া ড্রোন, সিসিটিভি এবং ভিডিওগ্রাফির মাধ্যমে নজরদারি চলবে। রবিবার কলকাতায় থাকবে কুইক রেসপন্স টিম। এছাড়া মোটরসাইকেলে ওলিতে গলিতে টহলদারি চলবে। ওই রুটগুলিতে কড়া ব্যবস্থা নিচ্ছে লালবাজার। শনিবার দুপুরে রামনবমীর প্রস্তুতি চূড়ান্ত নিয়ে লালবাজারে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কলকাতার পুলিশ কমিশনার। দুর্গা পুজো থেকেও বেশি সংখ্যক পুলিশ কর্মীকে রবিবার রাস্তায় নামানো হচ্ছে। সকাল থেকেই কলকাতা শহরের মিছিলের বিভিন্ন রাস্তা পুলিশের দখলে থাকবে। মিছিল চলাকালীন শহরের বিভিন্ন রাস্তায় স্বাভাবিক যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। একই সঙ্গে রাজ্যের ১০টি জেলা ও পুলিশ কমিশনারেটকে সংবেদনশীল বলে ঘোষণা করা হয়েছে। আসানসোল, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, শিলিগুড়ি, ব্যারাকপুর, বিধান নগর সহ জেলা ও জেলার কমিশনারেটগুলিকে সতর্ক করা হয়েছে। ওই দশটি জেলা ও পুলিশ কমিশনারেটে ২৯ জন আইপিএসকে পাঠানো হচ্ছে যাতে কোনও ধরনের গোলমালের শুরুতেই ব্যবস্থা নেওয়া যায়। সেদিকে নজর রয়েছে পুলিশের।
লালবাজারের সূত্র জানিয়েছে, রামনবমীতে কলকাতায় মোট ৮০টি’ র বেশি মিছিল বের হবে। সেগুলির মধ্যে পাঁচটি বড় মিছিল এন্টালি, পিকনিক গার্ডেন, সেন্ট্রাল অ্যাভিনিউ, হেস্টিংস, কাশীপুর থেকে। প্রতিটি মিছিলেই থাকবে পর্যাপ্ত সংখ্যক পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct