দীর্ঘশ্বাস ভাঙা নিঃশ্বাস
ফারজানা ইয়াসমিন
এই আমার তোমার দিকে নির্লিপ্ত নয়নে তাকিয়ে থাকা,
বোবা দৃষ্টিতে আটকে থাকা মনের অজস্র কথা।
এই আমার হৃদয়ে রক্তক্ষরণে দানা বেঁধে থাকা
অগণিত ক্ষতের দাগ আর যন্ত্রণা।
কোনদিন কোনো কিছু তোমাকে স্পর্শ করেনি,
তোমার হৃদয় বোঝেনি আমার অব্যক্ত কষ্টের চাহুনি।
আমার দুচোখ শ্রাবণের মেঘের আড়ালে বৃষ্টি ঝরায়,
চিবুক ছুঁয়ে নেমেছে কতো লোনাজল।
তুমি রাখোনি খবর আমার পাথর হৃদয়ে ঝর্ণার ধ্বনি
কতটা আঘাত নিয়ে গেছে ছুটে সাগরের বুকে হারাতে।
দীর্ঘশ্বাস ভাঙা নিঃশ্বাস বাঁচে বুকের পাঁজরে,
তীব্র ব্যথা রক্ত কণিকায় মিশে শিরা-উপশিরায় বেয়ে চলে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct