আপনজন ডেস্ক: রেশন দুর্নীতির তদন্তে নেমে এক নতুন তথ্য সামনে আসার দাবি করল কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি। রেশন দুর্নীতি মামলায় ধৃত চাল ব্যবসায়ী বাকিবুর রহমানকে জেরা করার পর ইডির আইনজীবী দাবি করেছেন, রাকিবুর রহমান গ্রেফতার হওয়া প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী এবং মেয়েকে নাকি কোনও শর্ত ছাড়াই ৯ কোটি টাকা ঋণ দিয়েছিলেন। আর তার জন্য কোনও সুদ গোনেননি।
এমনকী সেই টাকা এখনও মেটানো হয়নি বলেও ইডির আইনজীবীর দাবি। সূত্রের খবর রেশন দুর্নীতির তদন্তে রাকিবুরকে জেরা করার পর নেমে ইডির দাবি কালো টাকা সাদা করতে ভুয়ো কৃষক সংগঠন তৈরি করেছিলেন রাকিবুর। কৃষকদের নামে রয়েছে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টও খোলা হয়েছিল। চাল বণ্টনের ক্ষেত্রে ধান কিনে ভুয়ো কৃষকদের নামে অ্যাকাউন্ট খুলে নিজের আত্মীয় পরিজন এবং ঘনিষ্ঠদের নামে অ্যাকাউন্ট খুলে কোটি কোটি সরকারি টাকা সরিয়েছে বাকিবুর রহমান এমনটাই ইডির অভিযোগ। এমনকী ফার্মারস ফোরাম’ নামে একটি কৃষক সংগঠন গড়ে তোলা হয়েছিল রাকিবুরের নেতৃত্বে। আর এই কৃষক সংগঠনের মাথায় ছিলেন এনপিজি রাইসমিলের মালিক বাকিবুর রহমান। এই রাইস মিলের অ্যাকাউন্টে ১- কোটি টাকা ঢোকার অভিযোগ ওঠে রাকিবুরের বিরুদ্ধে। তাছাড়াও রাকিবুরের বিপুল সম্পত্তির হদিশ পাওয়ায় ইডি রেশন দুর্নীতির শিকড় খুঁজতে ময়দানে নেমে পড়ে। রাকিবুরের সঙ্গে যোগসুত্র খুঁজে গ্রেফতার করা হয় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে।
অন্যদিকে, শনিবার রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার বাকিবুর রহমানকে আগামী ২২ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিলেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক।
তদন্তে নতুন নতুন তথ্য পাওয়া গেছে এমনটাই দাবি কেন্দ্রীয় এজেন্সির।এই মুহূর্তে বাকিবুর রহমান জামিন পেলে তদন্তে বাধাপ্রাপ্ত হবে দাবি ইডির। ইডির পক্ষে আইনজীবী আদালতে পেশ করে তাই তাকে জিজ্ঞাসাবাদ করে আরো অজানা তথ্য উদঘাটন হবে বলে জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct