আপনজন ডেস্ক: ৩১ বছর বয়সী এক ব্যক্তি স্টকহোমে অবস্থিত ইরানের দূতাবাসের সামনে কুরআন পোড়ানোর অনুমতি চেয়েছিলেন। গত ২২ জুলাই শনিবার এই আবেদনটি করেছিলেন তিনি। তবে গতকাল মঙ্গলবার তাঁর আবেদনটি নিজেই প্রত্যাহার করেছেন। আবেদনটি প্রত্যাহার করা প্রসঙ্গে তিনি জানান, অনুতপ্ত হয়ে আবেদনটি প্রত্যাহার করছেন। সুইডিশ টেলিভিশন এসভিটি এই খবর প্রকাশ করে। উল্লেখ্য, আবেদনে তিনি কুরআন পোড়ানো ছাড়াও দূতাবাসের বাইরে ইরানের পতাকা, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনির ছবি এবং দুটি কুশপুত্তলিকা পোড়ানোর পরিকল্পনার কথাও উল্লেখ করেছিলেন। তবে তিনি পরে বলেন, ‘এখন আবেদনটি আর প্রাসঙ্গিক নয়। আমি অনুতপ্ত। আমি ইসলাম ধর্মকে সম্মান করি এবং আমি সব ইরানির কাছে ক্ষমা চাইছি।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct