রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: সামশেরগঞ্জের পুঠিমারি স্বাস্থ্যকেন্দ্রে শুরু হয়ে গেল রোগী ভর্তি প্রক্রিয়া। বুধবার রাতেই স্বাস্থ্যকেন্দ্রের এমার্জেন্সি বিভাগে ভর্তি করা হয় এক শিশুকে। দেওয়া হয় ওষুধ, স্যালাইন সহ যাবতীয় পরিষেবা। শুধু তাই নয় একে একে চিকিৎসা করতে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায় পুঠিমারি স্বাস্থ্যকেন্দ্রে। আর জঙ্গিপুর অনুপনগর কিংবা দূরদূরান্তে নয়, বাড়ির কাছে চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি ভাসাইপাইকর, দোগাছি সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। উল্লেখ করা যেতে পারে, দিন দুয়েক আগেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে সামসেরগঞ্জের পুঠিমারি স্বাস্থ্যকেন্দ্রে ইনডোর চিকিৎসা পরিষেবা। ২০ বেড বিশিষ্ট এই স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট, টেকনিশিয়ান সহ ১৬ জন স্টাফ নিয়োগ করা হয়। তারপরেই কার্যত স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা করতে ভিড় জমে সাধারণ মানুষের। বুধবার রাতেই প্রথমবারের মতো দীর্ঘ ৪০ বছর পর চালু হয় এই স্বাস্থ্যকেন্দ্রে অসুস্থ অবস্থায় ভর্তি করা হয় এক শিশুকে। আর অনুপনগর হাসপাতাল কিংবা জঙ্গিপুর নয়, বাড়ির কাছেই চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি সাধারন মানুষ। বাম আমলে তৈরি হওয়া স্বাস্থ্যকেন্দ্র দীর্ঘদিন বেহাল হয়ে পড়ে থাকার পর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা পরিষেবা শুরু হওয়ায় বিধায়ক আমিরুল ইসলাম ও প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct