আপনজন ডেস্ক: দুর্দান্ত খেলে চলেছে মরক্কো। কাতার বিশ্বকাপের সেমিফাইনালে তারা। প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বমঞ্চে শেষ চারে দলটি। আগামীকাল ফ্রান্সের বিপক্ষে আল খোরের আল বায়াত স্টেডিয়ামে মুখোমুখি হবে মরক্কো। এই ম্যাচে ঘরের মাঠের অনুভূতি দিতে তৎপর দেশটির সরকারি বিমান সংস্থা রয়্যাল এয়ার ম্যারক (আরএএম)। ক্যাসাব্লাঙ্কা থেকে দোহায় ফুটবল ভক্তদের নিয়ে যেতে ৩০টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে আরএএম। সোমবার এক বিবৃতিতে জানিয়েছে এই এয়ারলাইন্স। দুদিন ফ্লাইটগুলো দেশ ছাড়বে। মরক্কো নকআউট নিশ্চিতের পর থেকে ফিরতি বিমানের টিকিটে মূল্য ছাড় দেওয়া হচ্ছে। তাতে হাজার হাজার মরক্কান দর্শক স্টেডিয়ামে গিয়ে দলকে উৎসাহ যুগিয়ে যাচ্ছেন। পর্তুগালকেও, ১-০ গোলে জিতে মরক্কো নিশ্চিত করেছে সেমিফাইনাল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct