আপনজন ডেস্ক: সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী ও ব্রিটিশ-ইরানি নাগরিক আলিরেজা আকবরীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আজ শনিবার এ তথ্য জানায় সিএনএন। প্রতিবেদনে বলা হয়, এর আগে বুধবার (১১ জানুয়ারি) আলীরেজা আকবরীর পরিবারকে শেষবারের মতো দেখা করতে কারাগারে যেতে বলা হয়েছিল। সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী ও ব্রিটিশ-ইরানি নাগরিক আলিরেজা আকবরীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী ও ব্রিটিশ-ইরানি নাগরিক আলিরেজা আকবরীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) তার স্ত্রী অভিযোগ করে জানান, আলিরেজা আকবরীর মৃত্যুদণ্ড কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে ইরান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct