আপনজন ডেস্ক: ভিন্নধর্মীদের মাঝে ইসলামী সৌন্দর্য ও মুসলমানদের ধর্মীয় মূল্যবোধ ছড়িয়ে দিতে দারুণ এক উদ্যোগ গ্রহণ করে যুক্তরাজ্যের একটি মসজিদ। এ উপলক্ষে মসজিদ কর্তৃপক্ষ একটি উন্মুক্ত দিবসের আয়োজন করে, যেখানে স্থানীয় মুসল্লিদের পাশাপাশি ভিন্নধর্মীদেরও আমন্ত্রণ জানানো হয়। ওই মসজিদের নাম মসজিদে নাসের। এটি যুক্তরাজ্যের হার্টলপুলের দুরহাম কাউন্টিতে অবস্থিত। আরবি সংবাদমাধ্যম আলুকা জানায়, মসজিদ কর্তৃপক্ষের ওই উন্মুক্ত দিবসটি আয়োজনের আরো একটি লক্ষ্য ছিল মুসলিমদের সাথে ভিন্নধর্মীদের সম্পর্কের সেতুবন্ধন তৈরি করা। দিবসটি উপলক্ষে কর্তৃপক্ষ একটি প্রদর্শনীরও আয়োজন করে, যেখানে দর্শনার্থীরা এসে ইসলামের সুমহান বাণী সম্বলিত নানা ফেস্টুন দেখতে পান এবং একইসাথে তাদের সামনে উপস্থাপন করা হয় একাধিক ভাষায় পবিত্র কোরআনে কারিমের অনুবাদ। সমাগত মুসল্লি ও স্থানীয় ভিন্নধর্মীদের মধ্যে মসজিদটিতে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাতপর্বও অনুষ্ঠিত হয়।
সুন্দর এ আয়োজন সম্পর্কে মসজিদের ইমাম শায়খ তাহের সিলবি জানান, এরকম কর্মসূচি আয়োজনে করে তারা নিজেদের খুব সৌভাগ্যবান মনে করছেন। তার মতে- এমন আয়োজন পরস্পরের মধ্যে বোঝাপড়ার দরজা উন্মুক্ত করে দেয়, মানসিক বাধা দূর করে এবং সমাজে বসবাসকারীদের মধ্যে সুদৃঢ় মূল্যবোধের প্রচার করে।
ভিন্নধর্মী এক দর্শনার্থী উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, তিনি এমন আয়োজনে শামিল হতে পেরে কৃতজ্ঞ। তিনি বলেন, মসজিদে এসে আমি অনেক কিছু জানতে ও শিখতে পেরেছি। আয়োজকদের প্রতি শুকরিয়া।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct