নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: আমি যে কোন মুহূর্তে খুন হতে পারি। বিধানসভার গেটের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের কাছে এই আশঙ্কা প্রকাশ করলেন ভাঙ্গড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।আজ সোমবার নওশাদ সিদ্দিকী সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বলেন, সিকিউরিটির জন্য আমি প্রথমে রাজ্য সরকারের কাছে নিরাপত্তা চেয়েছিলাম। রাজ্য সরকার এতদিন আমার নিরাপত্তা দেয়নি ।আমার ওপর যেকোনো সময় প্রাণহানি হামলা হতে পারে ।তাই আমি আজ হাইকোর্ট- র দ্বারস্থ হতে বাধ্য হলাম। কেন্দ্র সরকারের কাছে আমার নিরাপত্তার জন্য আবেদন করেছি। কিন্তু সেখান থেকেও সদুত্তর না পেয়ে এবার আদালতের কাছে শরণাপন্ন হয়েছি। নওশাদ সিদ্দিকী আরও বলেন,এর আগে আমার উপর যারা ভাষাগত আক্রমণ থেকে শুরু করে বিভিন্ন রকম আক্রমণ চালিয়েছে, তারাই আমার উপর আক্রমণ করতে পারে। শওকত মোল্লার Z ক্যাটাগরি সিকিউরিটি নিয়ে ভাঙ্গরের আইএসএফ বিধায়কের মন্তব্য, শুধুমাত্র শওকত মোল্লাকে জেট ক্যাটেগরি সিকিউরিটি দিলে হবে না। ভাঙ্গরবাসীকে নিরাপত্তা দিতে হবে। কারণ সেখানকার মানুষ এখন সবথেকে অসহায়। বিভিন্ন ঘরে ঘরে ঢুকে ভয় দেখানো হচ্ছে ।হামলা চালানো হচ্ছে। সাধারণ ভোটাররা যদি নিরাপত্তা না পায় তাহলে প্রশাসন কিসের জন্য? প্রশ্ন, নওশাদ সিদ্দিকীর।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct