আপনজন ডেস্ক: হরভজন সিং পাকিস্তানকে পাত্তাই দিলেন না! দুই সপ্তাহ পরই ভারতের মাটিতে শুরু হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। এমন সময়ে স্বাভাবিকভাবেই বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করে থাকেন সাবেক ক্রিকেটাররা। কারা বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারে এই প্রশ্নে, বেশির ভাগ সাবেক ক্রিকেটারই বাবর আজমের দলকে রেখেছেন।
এই তো দুই দিন আগেই অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট সেমিফাইনালে পাকিস্তান খেলতে পারে এমন ভবিষ্যদ্বাণী করেছিলেন। তবে ভারতের সাবেক ক্রিকেটার হরভজন পাকিস্তানকে পাত্তাই দিচ্ছেন না। ভারতের সাবেক এই স্পিনারের মতে, আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১ নম্বরে থাকা পাকিস্তান সাদামাটা একটি দল।
নিজের ইউটিউব চ্যানেলে হরভজন বলেছেন, ‘বাকি একটা জায়গার জন্য অনেকেই বলছেন পাকিস্তানের নাম। কিন্তু ৫০ ওভারের সংস্করণে তারা সাদামাটা দল। তারা শুধু টি-টোয়েন্টি ভালো খেলে। সেমিফাইনালিস্টের প্রতিদ্বন্দ্বী হিসেবে আমার পছন্দ নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড—এরাই আমার চার সেমিফাইনালিস্ট।’
৫ অক্টোবর শুরু হতে যাওয়া বিশ্বকাপে স্বাভাবিকভাবেই ফেবারিট স্বাগতিক ভারত। ২০১১ সালে উপমহাদেশের সর্বশেষ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত। এরপর গত দুই বিশ্বকাপও থেকে গেছে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ঘরেই। তবে শুধু সে রেকর্ড নয়, সামর্থ্যের হিসাবেও শক্তিশালী এশিয়া কাপের চ্যাম্পিয়ন রোহিত শর্মার ভারত।
আবার ফর্ম ও সামর্থ্যের বিচারে এই মুহূর্তে বিশ্বের সেরা দলের একটি বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আর বিশ্বকাপে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে বাদ দিয়ে হিসাব করাও বেশ কঠিন। চতুর্থ দল হিসেবে অনেকেরই পছন্দ পাকিস্তান। মূলত আইসিসি টুর্নামেন্ট বলেই পাকিস্তানকে অনেকেই বিবেচনা করেন। তবে হরভজনের বাজি গত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালিস্ট নিউজিল্যান্ড।
ভারত–অস্ট্রেলিয়া ম্যাচ নিয়েও হরভজন বলেছেন, ‘আশা করছি ভারত- অস্ট্রেলিয়া ম্যাচটি অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। যারাই সেই ম্যাচ জিতবে, তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য ফেবারিট। সেমিফাইনাল ওঠার জন্য বড় প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া, সেমিফাইনালের দৌড়ে আছে ভারত, আছে ইংল্যান্ডও।’
স্টেডিয়ামের অবকাঠামো তৈরির কাজ ২০২৪ সালের জানুয়ারির শেষ দিকে শুরু করে মে মাসে শেষ হবে। আইসিসি এখনো বিশ্বকাপের চূড়ান্ত সূচি ঘোষণা করেনি। তবে আগামী বছরের ৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত টুর্নামেন্টের ব্যাপ্তি হতে পারে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct