আনোয়ার হোসেন, হলদিয়া, আপনজন: তৃণমূলে যোগ দিয়েই বড় দায়িত্ব পেলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। রাজ্যের নারী ও শিশুকল্যাণ ও সমাজকল্যাণ দপ্তরের অধীন নারী উন্নয়ন বোর্ডের চেয়ারপার্সন করা হয়েছে তাঁকে। তাঁর সঙ্গে বোর্ডে রয়েছেন আরও ৬ জন আইএএস-ডব্লুবিসিএস আধিকারিক।বিরোধীদের বক্তব্য, দলবদলের উপহার দেওয়া হলো হলদিয়ার বিধায়িকাকে সোমবারই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন হলদিয়ার দাপুটে নেত্রী তাপসী মণ্ডল। ১৯৯৭ সাল থেকে টানা চার বার সিপিএমের টিকিটে হলদিয়া পুরসভার কাউন্সিলার হন তাপসী। ২০১৬ সালে রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে যখন তৃণমূলের জয়জয়কার,সেই সময়ও সিপিএমের টিকিটে জয়ী লাভ করে তাপসী মন্ডল,২০২১ সালে বিজেপির টিকিটে বিধায়ক হন হলদিয়া থেকেই। ২০২৩ সালে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব পান তাপসী মন্ডল। ২০২৪-এর পর থেকেই তাপসী মন্ডলের সঙ্গে দলের দূরত্ব বাড়ছিল বলে এমন গুঞ্জন ছিল,সম্প্রতি শ্রমিক সংগঠনকে সামনে রেখে তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর কোন্দল প্রকাশে আসে। এর পর দলবদলের সিদ্ধান্ত ফুল বদল হয়,বাম রাজনীতি করে আসা তাপসী মন্ডল শিল্পতালুক হলদিয়ার রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন।শুভেন্দু তৃণমূলে থাকাকালীন তাপসী মণ্ডল কে হারাতে পারেনি তত্কালীন শুভেন্দু অধিকারী,তৃণমূলে যোগ দিয়ে তাপসী মণ্ডল বলেছিলেন, ‘প্রগতিশীল বাংলাকে রক্ষা করতে এবং বিশেষ করে হলদিয়া শিল্পাঞ্চলের উন্নয়ন,শিল্প পরিকাঠামো এবং বেকারদের কর্মসংস্থান,আর্থিক উন্নতি, সামাজিক উন্নয়নের জন্য কিছু সার্বিক কাজ করতে পারি,তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে যুক্ত হলাম।’ নতুন দায়িত্ব পাওয়ার পর তাপসী বলেন, ‘নেত্রী যে কাজ দেবেন, তা দায়িত্বের সঙ্গে পালন করব।’ তাপসী মন্ডলকে দায়িত্ব দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জিনিয়ে পাশে থাকার আশ্বাস অনেকেই নেতৃত্ব দেন ও এক সঙ্গেই কাজ করার বার্তা দেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct