এম মেহেদী সানি, টাকি, আপনজন: ইছামতি নদীর তীরে নজরুল সৈকতে কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তি সংরক্ষণের দাবিতে পুরপ্রধানকে এবং পঞ্চায়েত সমিতির সভাপতিকে স্মারকলিপি প্রদান করল নজরুল চর্চা কেন্দ্র ৷ জানা গিয়েছে বসিরহাটের টাকি পৌরসভা ও হাসনাবাদ বাস স্ট্যান্ড বাজার কমিটি ও মনীষী স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে দু’দুবার ১১ জ্যৈষ্ঠ্য ১৪১৪ ও ১২ আশ্বিন ১৪১৮ তারিখে ইছামতি নদীর তীরে নজরুল সৈকতে কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তি স্থাপিত হয়েছিল। মূর্তিটি এখনো রয়েছে, কিন্তু তার নিচের অংশ জলের ঢেউয়ে এমন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে, যে কোন সময় এই মূর্তি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে । বিষয়টি নজরে আসতেই বারাসাত নজরুলচর্চা কেন্দ্র শুক্রবার নজরুলের মূর্তি সংরক্ষণের দাবিতে টাকি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায়কে একটি স্মারকলিপি প্রদান করে দ্রুত মূর্তি সংরক্ষণের অনুরোধ করা হয় । পৌরপ্রধান বলেন, ইতিমধ্যেই আমি মহাকুমা শাসককে এ ব্যাপারে জানিয়েছি তাছাড়াও পৌরসভার তহবিল থেকে সাধ্যমত এই মূর্তি সংরক্ষণের চেষ্টা করা হবে । পাশাপাশি এ দিন হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতিকেও একটি স্মারকলিপি দিয়ে কাজী নজরুল ইসলামের মূর্তির যথাযথ সংরক্ষণের দাবি জানানো হয় । সংশ্লিষ্ট বিষয়ে নজরুল চর্চা কেন্দ্রের সভাপতি তথা হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ কামাল উদ্দীন বলেন, ‘বিষয়টি জানতে পেরে তৎক্ষণাৎ টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায় ও হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করি। তারা বিষয়টি সম্পর্কে ভাবনা চিন্তা করছেন বলে জানান।’ স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক শাহজাহান মন্ডলসহ নজরুল চর্চা কেন্দ্রের সদস্য শামীম ভড়, কিঙ্কর মণ্ডল, গোলাম মার্তুজা, আব্দুস সামাদ, তাপস দাস, সমরেশ সরদার এবং টাকি নাগরিক সমিতির সম্পাদক প্রণব সরকার প্রমুখ ৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct