জিয়াউল হক, চুঁচুড়া, আপনজন: একই দিনে অস্ত্রোপচার হওয়া পাঁচ প্রসূতির শারীরিক অবস্থার অবনতি। রোগীদের বাড়ির লোকের অভিযোগ সুস্থ রবিকে মৃত্যুর মুখে পাঠিয়ে দিয়েছে হাসপাতাল, এদের মধ্যে দুজনকে পাঠানো হলো কলকাতায়। ঘটনায় চাঞ্চল্য চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর গত সোমবার এই হাসপাতালের ওটিতে ওই পাঁচ জন অস্ত্রোপচারের পর সন্তান জন্ম দেন। অভিযোগ তার কয়েক ঘণ্টা পর থেকেই পাঁচজনই অসুস্থতা বোধ করেন। সকলকেই হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি করানো হয়। পাশাপাশি পাচ শিশুকে এস এন সি ইউ তে স্থানান্তরিত করানো হয়। মঙ্গলবার রাতে দুই প্রসূতি মাকে হাসপাতালের তৎপরতায় আই সি ইউ এ্যাম্বুলেসে করে নিয়ে যাওয়া হয় কলকাতায়। তাদের পরিবারের দাবি হাসপাতাল কর্তৃপক্ষ সম্পূর্ণ নিজেদের উদ্যোগেই ওই দুই মাকে কলকাতায় পাঠায়। এর পরেই চিকিৎসায় গাফিলতি রয়েছে কিনা সেই সন্দেহ দানা বাঁধতে থাকে বাকি প্রসূতির পরিবারের। বর্তমানে তিন প্রসূতি হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন। যাদের মধ্যে একজন কেউ বৃহস্পতিবার কলকাতায় স্থানান্তরিত করার কথা বলেন হাসপাতাল কর্তৃপক্ষ, কি থেকে এমনটা হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন সকলে। যদিও জেলা স্বাস্থ্য দফতর এখনও হাসাতালের গাফিলতি মানতে নারাজ। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্কমৌলি কর বলেন, কি কারনে এমনটা হল, তা এখনই বলা যাবে না। সবদিক খতিয়ে দেখা হচ্ছে। তবে রোগীর বাড়ির লোকের মনে প্রশ্ন জাগছে কি এমন হল হাসপাতালে, যে একই দিনে একি অপারেশন থিয়েটারে সিজার হওয়ার পরে কি এমন হল যে তাদের সকলকেই পাঠাতে হল সিসিইউতে, যদিও সমস্তটাই খতিয়ে দেখার কথা বলেছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্কমৌলি কর।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct