আপনজন ডেস্ক: প্রথমবারের মতো জেদ্দা বিমানবন্দর থেকে মক্কা পর্যন্ত হাইস্পিড ট্রেনে যাচ্ছেন ভারতীয় হাজিরা
ঐতিহ্যগতভাবে জেদ্দা বিমানবন্দরে আসা সকল হাজি সৌদি কর্তৃপক্ষের সরবরাহকৃত বাসে করে মক্কার উদ্দেশ্যে রওনা হন। তবে এ বছর সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সহযোগিতায় ভারতীয় হাজিদের কয়েকজনের জন্য জেদ্দা বিমানবন্দর থেকে মক্কা পর্যন্ত হাইস্পিড হারমাইন ট্রেনে চড়ার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
প্রায় ৩২ হাজার হাজি এই বিশেষ সেবা ব্যবহার করতে পারবেন। এটি তাদের যাত্রা খুব আরামদায়ক করবে এবং জেদ্দা থেকে মক্কা ভ্রমণের সময় অর্ধেকে নেমে আসবে। ট্রেনটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩০০ কিলোমিটার। ধারণা করা হচ্ছে, এ বছর প্রায় ৩২ হাজার ভারতীয় হজযাত্রী এই বিশেষ সেবা ব্যবহার করবেন।
এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে ভারতীয় রাষ্ট্রদূত ড. সুহেল আজাজ খান এবং কনসাল জেনারেল মোহাম্মদ শহীদ আলম ২৬ মে ভারতীয় হাজিদের জেদ্দা বিমানবন্দর থেকে মক্কায় নিয়ে যান। তাদের সঙ্গে ছিলেন সৌদি আরব রেলওয়ের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আল হারবিসহ হজ ও পরিবহণ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা। মুম্বাই থেকে সৌদি এয়ারের একটি ফ্লাইটে হাজিরা এসেছিলেন।
এ বছর ভারত থেকে ১ লাখ ৭৫ হাজার হাজি হজ পালন করবেন। এর মধ্যে ১৪ লাখ আসছে ভারতের হজ কমিটির মাধ্যমে।
সৌদি আরবে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত ড. সুহেল আজাজ খান বলেন, ‘এটি কেবল ভারতীয় তীর্থযাত্রীদের জন্যই প্রথম নয়, জেদ্দা বিমানবন্দর থেকে সরাসরি মক্কায় ট্রেনে হাজিদের পরিবহনের ক্ষেত্রে সৌদি কর্তৃপক্ষের জন্য একটি উদ্বোধনী অভিজ্ঞতা।
জেদ্দা বিমানবন্দর থেকে ট্রেনে করে হাজিদের সরাসরি মক্কায় নিয়ে যাওয়ার অভিজ্ঞতা এই প্রথম।
প্রতি বছর হজ কর্তৃপক্ষ হজযাত্রাকে আরও আরামদায়ক ও ঝামেলামুক্ত করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct