আপনজন ডেস্ক: ডেনমার্কের কোপেনহেগেন শহরে অবস্থিত ৪০০ বছরের পুরনো ঐতিহাসিক বোরসেন ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭ টা ৪০ মিনিটের দিকে ভবনটিতে দুর্ঘটনার সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের প্রায় ৫ ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনও আগুন থেমে থেমে জ্বলছে। তবে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে ঘটেছে সে সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। চারপাশে বিপুল সংখ্যক পুলিশ, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার জন্য আশেপাশের সব রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই এখানে অবস্থান করা বাসিন্দাদের এবং গুরুত্বপূর্ণ জিনিসপত্র সরিয়ে ফেলা হয়। এজন্য এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে কারও মৃত্যু বা ক্ষয়ক্ষতির কোনো চিত্র পাওয়া যায়নি। জানা গেছে, এটা ছিল ডেনমার্কের ঐতিহাসিক পেইন্টিং সংরক্ষিত প্রায় ৪০০ বছরের পুরাতন একটি ভবন। এটি সংস্কারের কাজ চলছিল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct