সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: সরকারি প্রকল্পের শৌচালয় নিজের ব্যক্তিগত জমিতে তৈরি করার অভিযোগ উঠল এক প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে ভগবানগোলা দুই ব্লকের সরলপুর গ্রাম পঞ্চায়েতের চক সরলপুর গ্রামে। স্থানীয় সূত্রে খবর, কেন্দ্রীয় পানীয় জল ও স্বাস্থ্য বিধান মন্ত্রকের উদ্যোগে এবং পঞ্চায়েতের ফিপটিনথ ফিন্যান্সের টাইড ফান্ড কে কাজে লাগিয়ে সর্বসাধারণের জন্য ওই শৌচালায় তৈরীর জন্য অর্থ বরাদ্দ হয়। প্রায় ৪ লক্ষ ২০ হাজার টাকা ব্যয়ে নির্মাণ হবে ওই শৌচালায়। সেই শৌচালয় নিজের ব্যক্তিগত জমিতে তৈরি করার অভিযোগ উঠল সেখানকার তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য আলমগীর হোসেনের বিরুদ্ধে। এই ঘটনায় সরলপুর গ্রাম পঞ্চায়েত এবং ভগবানগোলা দুই ব্লকের বিডিও -র কাছে গণস্বাক্ষর করে অভিযোগ জমা করেন স্থানীয় মানুষজন। বিডিও অনির্বাণ সাহু বলেন, ‘এই ধরনের অভিযোগ আমি পেয়েছি, ইতিমধ্যে সংশ্লিষ্ট এলাকার প্রধান কে রিপোর্ট জমা করতে বলা হয়েছে। ওই রিপোর্ট হাতে পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’স্থানীয় বাসিন্দারা দাবি করেন, ‘এলাকার মানুষকে অন্ধকারে রেখে ক্ষমতা প্রদর্শন করে নিজের ব্যক্তিগত জমির উপর ওই শৌচালায় তৈরি করছেন প্রাক্তন পঞ্চায়েত সদস্য। আমরা কোনভাবেই শৌচালয় ব্যক্তিগত জমিতে নির্মাণ হতে দেবো না, সর্বসাধারণের জন্য সরকারি জমির উপর শৌচালয় তৈরি করা হোক।’অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই প্রাক্তন পঞ্চায়েত সদস্য আলমগীর হোসেন স্বীকার করেন তার ব্যাক্তিগত জমিতে শৌচালায় তৈরি হচ্ছে। তিনি বলেন, ‘স্থানীয় বাসিন্দাদের মতামত নিয়ে ওই শৌচালায় নির্মাণ করা হচ্ছে। পঞ্চায়েতকে লিখিতভাবে জানিয়েছি শৌচালয় সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে। এরপরেও প্রশাসন যা সিদ্ধন্ত নেবে আমি তা মেনে নেবো।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct