আপনজন ডেস্ক: তুরস্কের মন্ত্রিসভায় রদবদল করা হয়েছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান নতুন দুই মন্ত্রী নিয়োগের পর এই রদবদল ঘোষণা করা হয়। মঙ্গলবার সকালে তুরস্কের মন্ত্রীসভার সরকারি গেজেটের মাধ্যমে এই রদবল করা হয়েছে। ডেইলি সাবাহর বরাত দিয়ে হুরিয়াত এই তথ্য নিশ্চিত করেছে। তুর্কি সরকারি গেজেটে বলা হয়েছে মুরাত কুরুমকে পরিবেশ, নগরায়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি মেহমেত ওজাসেকির স্থলাভিষিক্ত হবেন। মেহমেত সম্প্রতি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে এই পদ থেকে পদত্যাগ করেছেন।স্বাস্থ্যমন্ত্রী হিসেবে অধ্যাপক কামাল মেমিওলুকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ইস্তাম্বুল স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান হিসেবে এতদিন দায়িত্ব পালন করেছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct